পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ধারাভি বস্তির প্রত্যেকের কোরোনা পরীক্ষা হবে, জানাল BMC

BMC-র তরফে আজ জানানো হয়, ধারাভি বস্তির প্রত্যেকের কোরোনা পরীক্ষা করা হবে ৷

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

By

Published : Apr 9, 2020, 11:04 PM IST

মুম্বই, 9 এপ্রিল : মুম্বইয়ের ধারাভির বাসিন্দাদের প্রত্যেকের কোরোনা পরীক্ষা করা হবে ৷ আজ একথা জানাল BMC কর্তৃপক্ষ ৷ এছাড়াও পৌরনিগমের তরফে বলা হয়, বস্তিবাসীদের এই পরীক্ষায় 150 জন চিকিৎসক কাজ করবেন ৷ প্রায় 10-12দিন ধরে কোরোনা পরীক্ষার এই কাজ চলবে ৷

এখনও পর্যন্ত ধারাভিতে কোরোনা আক্রান্তের সংখ্যা 13 ৷ মৃত্যু হয়েছে দু'জনের ৷ মহারাষ্ট্রে গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়েছেন 211জন ৷ মোট আক্রান্তের সংখ্যাটা 1 হাজার 346 ৷ স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, মহারাষ্ট্র ভারতের হটস্পটগুলির মধ্যে একটা ৷ যেখানে গোটা দেশে আক্রান্তের সংখ্যার 10 শতাংশেরও বেশি ৷

বর্তমানে মহারাষ্ট্র সরকার মনে করছে, ধারাভিতে খুব সহজেই কোরোনা সংক্রমণ হতে পারে ৷ ভিনরাজ্যের শ্রমিক-সহ সারা দেশের প্রায় 15 লাখ মানুষ এই বস্তিতে থাকে ৷ 2.16 বর্গ কিলোমিটার এলাকাজুড়ে এই বস্তি পৃথিবীর মধ্যে সবচেয়ে জনবহুল এলাকা ৷ এখনও পর্যন্ত ধারাভির প্রায় তিন হাজার বাসিন্দাকে কোয়ারান্টাইনে রাখা হয়েছে ৷ রিপোর্ট অনুযায়ী, কর্তৃপক্ষকে কোনওভাবেই সাহায্য করছে না বস্তিবাসী ৷ একজন আধিকারিকের মতে, তাঁরা কোরোনা নিয়ে যত না আতঙ্কিত, তার চেয়েও বেশি আতঙ্কিত কোয়ারান্টাইনে পাঠিয়ে দিলে তাঁদের চাকরি চলে যাবে বলে ৷

সরকারি আধিকারিক কিরন দিঘভকর বলেন, "ধারাভি থেকে তথ্য সংগ্রহ করা খুব কঠিন ৷ অনেক বাসিন্দা আমাদের সত্যিটা জানাচ্ছেন না ৷ আতঙ্কে তাঁদের ভ্রমণের কথা লুকোচ্ছেন ৷ তাঁরা ভয় পাচ্ছেন, লকডাউনের নিয়ম না মানায় তাঁদের শাস্তি পেতে হবে ৷"

ABOUT THE AUTHOR

...view details