দিল্লি, 12 অগাস্ট : আপাতত চালু হচ্ছে না প্যাসেঞ্জার ট্রেন । চালু হচ্ছে না শহরতলির ট্রেন পরিষেবাও । পরবর্তী কোনও নোটিস না দেওয়া পর্যন্ত বন্ধই থাকবে স্বাভাবিক পরিষেবা, জানাল রেল মন্ত্রক । যদিও, মহারাষ্ট্র সরকারের অনুরোধে মুম্বইয়ে নির্দিষ্ট কয়েকটি লোকাল ট্রেন চলবে বলে জানিয়েছে তারা । এর আগে 12 অগাস্ট পর্যন্ত স্বাভাবিক ট্রেন পরিষেবা বন্ধ থাকবে বলে রেলের তরফে জানানো হয়েছিল ৷
কোরোনার জেরে মার্চের শেষের দিকে বন্ধ হয়ে যায় সমস্তরকম রেল পরিষেবা । প্রায় দু'মাস পুরোপুরি পরিষেবা বন্ধ থাকার পর মে'র শুরুতে কিছু বিশেষ ট্রেন ও শ্রমিক স্পেশাল ট্রেনের ঘোষণা করে কেন্দ্রীয় সরকার । সেই থেকে বিশেষ ট্রেনই শুধু চালু রয়েছে দেশে । বিশেষ ট্রেনের পরিমাণ বাড়ানো হলেও চালু হয়নি অন্যান্য ট্রেন পরিষেবা ।