পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ডাক বিভাগের কর্মচারীদের 10 লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা কেন্দ্রের - india

ডাক পরিষেবা হল অন্যতম জরুরি একটি পরিষেবা । সেই কারণে কেন্দ্রীয় সরকারের তরফে ঘোষণা করা হয়েছে যে, গ্রামীণ ডাক সেবক সহ সমস্ত ডাক বিভাগের কর্মচারীদের যদি COVID-19-এ আক্রান্ত হয়ে মৃত্যু হয় , তাহলে তাঁদের 10 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে ।

ছবি
ছবি

By

Published : Apr 19, 2020, 3:21 PM IST

দিল্লি, 19 এপ্রিল : দেশজুড়ে বেড়েই চলছে কোরোনা আক্রান্তের সংখ্যা । সেই কারণে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একাধিক পদক্ষেপও করা হয়েছে । গতকাল কেন্দ্রীয় সরকারের তরফে ঘোষণা করা হয়েছে যে, গ্রামীণ ডাক সেবক সহ অন্য ডাক বিভাগের কর্মচারীদের যদি COVID-19-এ আক্রান্ত হয়ে মৃত্যু হয়, তাহলে তাঁদের 10 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে ।

জরুরি বিভিন্ন পরিষেবার মধ্যে ডাক পরিষেবাও রয়েছে । প্রতিদিন ডাক বিভাগ পুরো দেশে খাদ্য প্যাকেট, রেশন এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করে । আর এই কাজের জন্য তাদের সেখানকার স্থানীয় পুলিশ- প্রশাসনের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হয় । সেই কারণে যোগাযোগ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, "বর্তমানে এই কোরোনা পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে গ্রামীণ ডাক সেবক (GDS)সহ সকল ডাক কর্মচারীদের ক্ষতিপূরণ আরও বাড়িয়ে দেওয়া হল । এই ক্ষতিপূরণের সমস্ত নিয়ম-কানুন খুব শীঘ্রই কার্যকর করা হবে । এই পরিস্থিতি যতদিন পর্যন্ত থাকবে ,ততদিন পর্যন্ত এই পরিষেবাও বজায় থাকবে ।"

এই বিষয়ে কথা বলার জন্য যোগাযোগ-ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী রবিশংকর প্রসাদ একটি ভিডিয়ো কনফারেন্স বৈঠকের আয়োজন করেন । যেখানে তিনি প্রতিটি রাজ্যের প্রধান পোস্ট মাস্টার জেনেরাল এবং প্রধান জেনেরাল ম্যানেজারকে নির্দেশ দেন যাতে গোটা দেশে গরিবদের সাহায্যের জন্য ডাক বিভাগ সর্বদা তৎপর থাকে ।

ABOUT THE AUTHOR

...view details