পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বাদল অধিবেশনে যোগদানের আগে COVID-19 পরীক্ষা সাংসদদের

লোকসভা স্পিকার ওম বিড়লা জানান, বাদল অধিবেশনে যোগদানের আগে প্রত্যেক সাংসদকে COVID-19 টেস্ট করাতে হবে । সমস্ত প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনেই শুরু হবে সংসদের বাদল অধিবেশন ।

monsoon session
monsoon session

By

Published : Aug 29, 2020, 2:58 PM IST

দিল্লি, 29 অগাস্ট : সংসদের বাদল অধিবেশনে অংশগ্রহণকারী সকল সাংসদদের COVID-19 পরীক্ষা করানো বাধ্যতামূলক । বাদল অধিবেশন শুরুর কয়েক দিন আগেই জানিয়ে দিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা । গতকালই স্বাস্থ্য মন্ত্রক, AIIMS, DRDO এবং অন্যান্য সংস্থার কর্মকর্তাদের সঙ্গে অধিবেশনের চূড়ান্ত ব্যবস্থাপনা নিয়ে বৈঠক করেন তিনি ।

বৈঠকে স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে যথাযথ সতর্কতা অবলম্বন করার নির্দেশ দিয়েছেন ওম বিড়লা । এ'জন্য সংসদ ভবনের মধ্যে স্বাস্থ্য পরীক্ষা সংক্রান্ত ব্যাপক ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি ।বিড়লা বলেন, “অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনা করতে এবং COVID-19 সংক্রমণ প্রতিরোধে ‘বিশেষজ্ঞের পরামর্শ’ অনুযায়ী সমস্ত প্রস্তুতি নেওয়া হবে ।সংসদ ভবনে প্রয়োজনীয় সকল স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে বাদল অধিবেশন পরিচালনা করা হবে ।"

লোকসভার স্পিকার বলেন, সকল সদস্যকে COVID-19 পরীক্ষা করাতে হবে । তাঁর নির্দেশ মতোই COVID-19 সংক্রমণ রোধে সম্ভাব্য সকল পদক্ষেপ নেওয়া হচ্ছে ।এ'জন্য সংসদীয় ভবনে প্রবেশের স্থানগুলিতে তাপমাত্রা পরিমাপের জন্য থার্মাল গান ও থার্মাল স্ক্যানার ব্যবহার করা হবে ।এছাড়া, সংসদ ভবন চত্বরটি স্যানিটাইজ় করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে । টাচলেস স্যানিটাইজ়ারের সুবিধা সংসদ ভবনের অভ্যন্তরে 40টি স্থানে থাকবে এবং এমার্জেন্সি মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্সের সুবিধাও থাকবে ।COVID-19 প্রতিরোধ সম্পর্কিত সমস্ত নির্দেশিকা কঠোরভাবে অনুসরণ করা হবে ।লোকসভার চেম্বারে সামাজিক দূরত্ব এবং অন্যান্য নির্দেশিকা মেনে চলতে হবে, যাতে সংক্রমণের ঝুঁকি হ্রাস পায় । অধিবেশন চলাকালীন বাইরের কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না ।

ওম বিড়লা জানান, "প্যানডেমিক পরিস্থিতিতে সংক্রমণের ঝুঁকি কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সদস্যদের গ্যালারিগুলিতে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে । সংসদের সদস্যদের জন্য স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও থাকবে । এই উদ্দেশে বিস্তারিত গাইডলাইন তৈরি করা হচ্ছে । প্রয়োজনে কর্মীর সংখ্যা কমিয়ে দেওয়া যেতে পারে ।" পাশাপাশি, লোকসভা এবং রাজ্যসভা উভয় ক্ষেত্রেই গণমাধ্যমের প্রতিনিধির সংখ্যা সীমাবদ্ধ রাখার প্রস্তাব দেওয়া হয়েছে । সকল মিডিয়া প্রতিনিধিদের জন্য COVID পরীক্ষা বাধ্যতামূলক ।14 সেপ্টেম্বর থেকে বাদল অধিবেশন শুরু হতে চলেছে ।

ABOUT THE AUTHOR

...view details