তাঞ্জাভুর (তামিলনাড়ু), 20 জানুয়ারি : পাকিস্তান ইশুতে এবার মুখ খুললেন চিফ অব ডিফেন্স স্টাফ (CDS) বিপিন রাওয়াত । বললেন, "পরিস্থিতি কখন কোন দিকে মোড় নেবে, তা বলা মুশকিল । তবে সবরকম পরিস্থিতির জন্যই আমরা প্রস্তুত । সমস্ত বাহিনীকেই প্রস্তুত থাকতে বলা হয়েছে "
সবরকম পরিস্থিতিতে ভারত প্রস্তুত, ইসলামাবাদকে হুঁশিয়ারি রাওয়াতের - চিফ অব ডিফেন্স স্টাফ
পাকিস্তান বরাবরই সীমান্ত এলাকায় উত্তেজনা সৃষ্টি করছে । কিছুদিন আগেই দুই ভারতীয় নাগরিকের মুণ্ডচ্ছেদ করেছিল পাকিস্তানি সেনা । এরকম চলতে থাকলে ভারত যে চুপ করে বসে থাকবে না আজ সেই বার্তাই দিলেন CDS বিপিন রাওয়াত ।
সুখোই-30MKI যুদ্ধবিমানের প্রথম স্কোয়াড্রন নিয়োগ করার জন্য তাঞ্জাভুর বিমানঘাঁটিতে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন CDS বিপিন রাওয়াত ও বায়ুসেনা প্রধান আর কে এস ভাদুরিয়া । ছিলেন DRDO-র সভাপতি জি সতীশ রেড্ডিও ।
সম্প্রতি কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার থেকে শুরু করে কাশ্মীর উপত্যকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করা সহ একাধিক ইশুতে ভারতকে চাপে ফেলার চেষ্টা করেছে পাকিস্তান । নতুন বছরের শুরুতেই দুই নিরস্ত্র ভারতীয় নাগরিকের মুণ্ডচ্ছেদ করে পাকিস্তানি জওয়ানরা । সীমান্ত এলাকায় বরাবর উত্তেজনা সৃষ্টির চেষ্টা করে চলেছে ইসলামাবাদ । এইরকম এক পরিস্থিতিতে দাঁড়িয়ে চিফ অফ ডিফেন্স স্টাফের এই মন্তব্য ইসলামাবাদকে কড়া বার্তা দিল বলেই মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞদের একাংশ ।