দিল্লি, 21 মে : আজ সন্ত্রাস বিরোধী দিবস । সন্ত্রাসের হাত থেকে দেশকে রক্ষার জন্য যাঁরা নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাঁদের শ্রদ্ধা জানালেন উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু ।
যেসব দেশ সন্ত্রাসে মদত দিচ্ছে তাদের বিরুদ্ধে জোটবদ্ধ হতে হবে : উপরাষ্ট্রপতি - Vice President M Venkaiah Naidu tweets
আজ সন্ত্রাস বিরোধী দিবসে উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু সকল রাষ্ট্রকে এক হয়ে সন্ত্রাসবাদের মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন । পাশাপাশি যে সকল রাষ্ট্র সন্ত্রাসবাদকে মদত দিয়ে চলছে তাদের বিরুদ্ধে এক হওয়ার ডাক দেন।
টুইটারে তিনি লেখেন , " আজকের দিনে আমি শ্রদ্ধা জানাচ্ছি সেইসব বীর পুত্র এবং কন্যাকে যাঁরা মাতৃভূমিকে সন্ত্রাসবাদ থেকে বাঁচাতে নিজেদের জীবন দিয়েছেন । " তিনি আরও বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই শুধুমাত্র নিরাপত্তাবাহিনীর একার নয়, দেশের প্রত্যেক নাগরিককে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
টুইটারে তিনি লেখেন, " সন্ত্রাসবাদ হল মানবতার শত্রু । একই সঙ্গে বিশ্বশান্তির ক্ষেত্রে সবচেয়ে বড় হুমকি । সেকারণেই যে সব রাষ্ট্র এখনও সন্ত্রাসবাদকে মদত দিয়ে চলেছে তাদের বিরুদ্ধে এক হতে হবে । "