পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Mar 30, 2020, 9:27 PM IST

ETV Bharat / bharat

কোরোনায় মৃত্যু হলে পোড়াতে হবে দেহ, নির্দেশ মুম্বই পৌরনিগমের

যদি ভাইরাসের সংক্রমণে মৃতের পরিবারের লোকেরা দেহ সমাধিস্থ করতে চায়, তবে সেই দেহ পৌরনিগমের বাইরে কোনও স্থানে নিয়ে গিয়ে সমাধিস্থ করতে হবে ৷ জানিয়ে দিল মুম্বই পৌরনিগম ৷

ছবি
ছবি

মুম্বই, 30 মার্চ : মহারাষ্ট্র, কেরালার মতো রাজ্যগুলিতে এখনও পর্যন্ত সবথেকে বেশি প্রভাব পড়েছে কোরোনার ৷ সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, মহারাষ্ট্রে 216 জনের শরীরে এই ভাইরাসের হদিস মিলেছে ৷ বাড়ছে মৃতের সংখ্যাও ৷ এখনও পর্যন্ত মহারাষ্ট্রে দশ জন কোরোনায় প্রাণ হারিয়েছে ৷ এই পরিস্থিতিতে কোরোনার সংক্রমণে লাগাম লাগাতে কঠোর সিদ্ধান্ত নিল মুম্বই পৌরনিগম ৷ কোরোনায় সংক্রমিত হয়ে এবার কেউ মারা গেলে, তাদের দেহ আর সমাধিস্থ করা যাবে না ৷ কোরোনা সংক্রমিতদের দেহ শুধুমাত্র দাহ করা হবে বলে নির্দেশিকা জারি করেছে মুম্বই পৌরনিগম ৷ সমস্ত ধর্ম নির্বিশেষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে ৷

পাশাপাশি সংক্রমিতের অন্তিমক্রিয়ার সময়ে পাঁচ জনের বেশি মানুষ থাকতে পারবে না বলেও জানানো হয়েছে মুম্বই পৌরনিগমের তরফে৷ পৌরনিগমের চ্যান্সেলর প্রবীণ পরদেশী আজই এই মর্মে এক নির্দেশিকা জারি করেছেন ৷ তবে তিনি আরও জানিয়েছেন, যদি ভাইরাসের সংক্রমণে মৃতের পরিবারের লোকেরা দেহ সমাধিস্থ করতে চায়, তবে সেই দেহ পৌরনিগমের বাইরে কোনও স্থানে নিয়ে গিয়ে সমাধিস্থ করতে হবে ৷

এদিকে পশ্চিমবঙ্গেও কোরোনার সংক্রমণে মৃত্যু হয়েছে এক মহিলার ৷ ওই মহিলার অন্তিমক্রিয়া নিয়েও সমস্যার সৃষ্টি হয়েছে বলে সূত্র মারফত জানা গেছে ৷ কোরোনার সংক্রমণে মৃতদের দেহ সৎকারের কাজে দেশের একাধিক এলাকা থেকে বাধা আসার খবর প্রকাশ্যে এসেছে ৷ এই পরিস্থিতিতে কোরোনা মোকাবিলায় মুম্বই পৌরনিগম এই সিদ্ধান্ত যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশ ৷

ABOUT THE AUTHOR

...view details