দিল্লি, 6 সেপ্টেম্বর : আম আদমি পার্টি (AAP) ছাড়লেন বিধায়ক অলকা লাম্বা ৷ আজ একটি টুইট করে AAP বিধায়ক লাম্বা বলেন, সময় এসেছে বিদায়ের ৷
নিজের টুইটে অলকা লেখেন, "AAP-কে বিদায় জানানোর সময় এসেছে ৷ AAP-র সদস্যপদ থেকে ইস্তফা দিচ্ছি ৷ বিগত ছয় বছরের এই যাত্রাপথে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি ৷ সকলকে ধন্যবাদ ৷ " পরে তিনি আরও একটি টুইটে AAP সুপ্রিমো কেজরিওয়ালকে আক্রমণ করে বলেন, " আপনার দলের মুখপাত্র আমায় জানিয়েছিলেন, যদি আমি টুইটারেও AAP-র প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিই, তবে সেটা গ্রহণ করা হবে ৷ তবে আম আদমি পার্টি নয়, দল এখন হয়েছে খাস আদমি পার্টি ৷ "
যদিও তাঁর পদত্যাগের বিষয়টি আশ্চর্যের নয়৷ দিন কয়েক আগেই তিনি AAP ছাড়ার কথা জানিয়েছিলেন ৷ মঙ্গলবার অলকা লাম্বা কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করেন ৷ যদিও সোনিয়া গান্ধির সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে অলকা লাম্বা জানান, দেশের রাজনৈতিক পরিস্থিতি সহ অন্যান্য ইশু নিয়ে আলোচনা করেন ৷