আলিগড়, 25 জুন : আলিগড়ের সীমা টকিজ়ের পাশে ঘিঞ্জি গলি । তার ভিতরে ছোট্ট একটা দোকান । উপচে পড়ছে ভিড় । মুকেশ কুমারের এই কচুরির দোকানকে এক নামে চেনে সবাই । কিন্তু বর্তমানে ঘোর সঙ্কটে মুকেশ কুমার ।
তিনি এখন আয়কর দপ্তরের নজরে । কারণ তাঁর বার্ষিক আয় 60 থেকে 70 লাখ টাকা । আয় শুনে কিছুটা চোখ কপালে উঠেছিল কমার্শিয়াল ট্যাক্স ডিপার্টমেন্টের স্পেশাল ইনভেস্টিগেশন ব্রাঞ্চের কর্তাদের । সেই থেকেই তদন্ত করে দেখা যায় আদতে কোটিপতি মুকেশ কুমার দেন না আয়কর । নেই তাঁর GST রেজিস্ট্রেশনও ।
10-12 বছর ধরে এই কচুরির দোকান চালাচ্ছেন মুকেশ কুমার । একদম সাদামাটা দোকান । সকাল থেকেই শুরু হয় কচুরি ভাজা । গরম তেলে কচুরি ভাজার সঙ্গে সঙ্গে শুরু হয় ভিড় । চলে রাত পর্যন্ত । কিন্তু ঘিঞ্জি গলির ভিতরে ছোট্ট দোকানি যে কোটিপতি তা ভাবতেও পারেননি তাঁর গ্রাহকরা । মুকেশ কুমার নিজেও স্বীকার করেছেন তাঁর আয়ের পরিমাণ ।