পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

"BJP-কে দেখাব কী করতে পারি", ট্রেনে মিলল বিস্ফোরক-সহ চিরকুট - Kurla Terminus

কুরলা টার্মিনাসে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরা থেকেই বিস্ফোরক । মিলল একটি চিরকুটও । তাতে লেখা, "আমরা কী করতে পারি, BJP-কে তা দেখিয়ে দেব ।"

ট্রেনে মিলল বিস্ফোরক

By

Published : Jun 5, 2019, 5:01 PM IST

Updated : Jun 5, 2019, 5:38 PM IST

মুম্বই, 5 জুন : মুম্বইয়ে শালিমার এক্সপ্রেসের কামরার মধ্যে মিলল বিস্ফোরক । সেই সঙ্গে মিলল একটি চিরকুট । তাতে লেখা রয়েছে, "আমরা কী করতে পারি, BJP-কে তা দেখিয়ে দেব ।" মুম্বইয়ের কুরলা টার্মিনাসে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরা থেকেই বিস্ফোরক ও চিরকুট উদ্ধার হয়েছে ।

আজ সকাল সাড়ে সাতটায় কুরলা টার্মিনাসে ঢোকে শালিমার এক্সপ্রেস । যাত্রীরা সব নেমে যাওয়ার পর কামরা পরিষ্কার করতে শুরু করেন রেল কর্মীরা । এরই মধ্যে এক কর্মী সিটের নিচে একটি বাক্স দেখতে পান । সন্দেহ হওয়ায় রেল পুলিশে খবর দেওয়া হয় । কুরলা টার্মিনাস থেকে যাত্রীদের সরিয়ে দেওয়া হয় । মুহূর্তে ছড়িয়ে পড়ে আতঙ্ক ।

এদিকে, কামরায় উদ্ধার হয় বিস্ফোরকও । যেগুলি জিলেটিন স্টিকের মত দেখতে । যার মধ্যে বারুদ ছিল । এগুলির সঙ্গে বৈদ্যুতিক তার যুক্ত ছিল বলে জানা গেছে । শুধু তাই নয়, বিস্ফোরকের সঙ্গে যুক্ত ছিল ব্যাটারিও । ঘটনাস্থানে পৌঁছেছে ফরেনসিক সায়েন্টিফিক ল্যাব(FSL)-র কর্মীরা । তদন্ত শুরু করেছে মহারাষ্ট্র অ্যান্টি টেরোরিজ়ম স্কয়্যাড(ATS) ।

এক পুলিশ অফিসার বলেন, "খুব একটা ভয়ের কিছু না থাকলেও, আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি । বিস্ফোরকের সঙ্গে বৈদ্যুতিক তারের সংযোগ ছিল । ডিটোনেটর না থাকলেও ওই বিস্ফোরকে অগ্নিসংযোগ হলে বিস্ফোরণ হতে পারে ।"

এদিকে, বিস্ফোরকের পাশেই পাওয়া গেছে একটি চিরকুট । তাতে লেখা রয়েছে, "আমরা কী করতে পারি, BJP-কে তা দেখিয়ে দেব ।" প্রসঙ্গত, গতকালই নবি মুম্বইয়ের উরানে একটি ব্রিজের উপর থেকে মিলেছিল ISIS-র মেসেজ ।

কারা রেখে গেছে বিস্ফোরক ? তদন্তের কিনারা করতে CCTV ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ ।

Last Updated : Jun 5, 2019, 5:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details