পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

উন্নাওয়ের নির্যাতিতার বাড়িতে প্রিয়াঙ্কা, ধরনায় অখিলেশ

উন্নাওয়ের ঘটনায় নির্যাতিতার মৃত্যুর পর বিধানসভার সামনে ধরণায় অখিলেশ যাদব ৷ টুইটে প্রতিবাদে জানালেন মমতা, মায়াবতী ৷ নির্যাতিতার বাড়িতে গেলেন প্রিয়াঙ্কা গান্ধি

image
উন্নাও ধর্ষণ কাণ্ড

By

Published : Dec 7, 2019, 3:12 PM IST

লখনউ, 7 ডিসেম্বর : উন্নাওয়ের ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে বিধানসভার সামনে ধরনায় উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব ৷ অন্যদিকে কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধি আজ উন্নাওয়ে পৌঁছান ৷ সমাজবাদী পার্টির নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব এদিন উন্নাওয়ের ঘটনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ৷ তিনি উন্নাও ধর্ষণ ও হত্যাকাণ্ডে অভিযুক্তদের দ্রুত শাস্তি দেওয়ার পক্ষে সওয়াল করেছেন ৷

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উন্নাও মামলার শুনানি ফাস্ট-ট্র্যাক কোর্টে করার কথা ঘোষণা করেছেন ৷ আদিত্যনাথ এদিন বলেন, ‘‘ এই মামলার শুনানি ফাস্ট-ট্র্যাক কোর্টে করা হবে এবং দোষীদের দ্রুত ও কঠিনতম শাস্তি দেওয়া হবে ৷’’

উন্নাও ঘটনায় টুইট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি লেখেন, 'দুর্ভাগ্যজনক, নিষ্ঠুরতার কোনও সীমা নেই' ৷ টুইট করেছেন বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতীও ৷ তিনি লেখেন, 'যুবতির মৃত্যু খুবই দুর্ভাগ্যজনক ৷ আমরা নির্যাতিতার পরিবারের পাশে আছি ৷ কেন্দ্রীয় সরকারের উচিত কঠোর আইন করে দোষীদের দ্রুত ও কঠিনতম শাস্তি হিসাবে ফাঁসির ব্যবস্থা করা' ৷

গতকাল রাত 11 টা 40 মিনিটে দিল্লির সফদরগঞ্জ হাসপাতালে মৃত্যু হয় উন্নাওয়ের নির্যাতিতার । মার্চে উন্নাওয়ের ওই যুবতিকে গণধর্ষণ করে দুষ্কৃতীরা ৷ ঘটনায় দু'জনকে গ্রেপ্তার করা হয় ৷ তাদের জেল হলেও পরে জামিনে মুক্তি পেয়ে যায় । মামলার শুনানির জন্য যাচ্ছিলেন নির্যাতিতা । ভোর চারটে নাগাদ গ্রামের বাইরে ওই দুই অভিযুক্ত তার তিন সঙ্গীকে নিয়ে চড়াও হয় যুবতির উপর ৷ প্রথমে মারধর করে ৷ ছুরি মারে এবং পরে গায়ে পেট্রল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয় ৷

ABOUT THE AUTHOR

...view details