রাজনন্দগাঁও (ছত্তিশগড়), 29 মে : 2013 সালে ঝিরাম ঘাটিতে হামলার সময় AK47 রাইফেল লুট করেছিল মাওবাদীরা । রাজনন্দগাঁও জেলায় মাওবাদীদের সঙ্গে সংঘর্ষের সময় সেই রাইফেল উদ্ধার করল পুলিশ । আজ একথা জানান SP জীতেন্দ্র শুক্লা ।
প্রাক্তন মন্ত্রী মহেন্দ্র কর্মার প্রিন্সিপাল স্টাফ অফিসারের নামে ছিল ওই রাইফেলটি । মন্ত্রী ও তাঁর PSO দু'জনই ঝিরাম ঘাটিতে মাওবাদীদের হামলায় প্রাণ হারান । জীতেন্দ্র শুক্লা বলেন, "চারজন মাওবাদীর সঙ্গে পুলিশের সংঘর্ষে একটি AK47-সহ চারটি অস্ত্র উদ্ধার হয়েছে ।"