পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মহারাষ্ট্রের নতুন উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার

এক মাসের একটু বেশি সময় পর ফের মন্ত্রিসভায় ফিরলেন অজিত পাওয়ার ৷ ফের একবার মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন তিনি ৷ এর আগে BJP-র দেবেন্দ্র ফড়নবিশের মন্ত্রীসভায় উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন তিনি ৷

image
অজিত পাওয়ার

By

Published : Dec 30, 2019, 9:55 AM IST

Updated : Dec 30, 2019, 1:55 PM IST

মুম্বই, 30 ডিসেম্বর : ফের মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী পদে ফিরলেন NCP নেতা অজিত পাওয়ার ৷ আজ উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন তিনি ৷ 28 নভেম্বর মাত্র 6জনকে নিয়ে শপথ নেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ৷ আজ পূর্ণাঙ্গ মন্ত্রিসভা পেল মহারাষ্ট্র ৷ অন্যদিকে, ঠাকরে পরিবারের প্রথম নির্বাচিত জনপ্রতিনিধি আদিত্য ঠাকরেও মন্ত্রী পদে শপথ নিতে চলেছেন ৷

এক মাসের একটু বেশি সময় পর ফের মন্ত্রিসভায় ফিরলেন অজিত পাওয়ার ৷ এর আগে BJP-র দেবেন্দ্র ফড়নবিশের মন্ত্রীসভায় উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন তিনি ৷ কিন্তু সুপ্রিম কোর্টে আস্থা ভোটের নির্দেশ দেওয়ার পর পদত্যাগ করেন অজিত ৷

সূত্র অনুযায়ী, গত সপ্তাহে শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে ও NCP প্রধান শরদ পাওয়ারের বৈঠকের পরই ঠিক হয়ে যায় মহারাষ্ট্রে উপমুখ্যমন্ত্রী হচ্ছেন অজিত পাওয়ার ৷ যদিও ওই বৈঠকে জোটের আর এক শরিক দল কংগ্রেসের কেউ উপস্থিত ছিলেন না ৷

প্রায় 36জন মন্ত্রী শপথ নিচ্ছেন আজ ৷ সূত্রের খবর অনুযায়ী, 10 জন কংগ্রেস বিধায়ক ও 13 জন শিবসেনা ও NCP বিধায়ক শপথ নেবেন আজ ৷ কংগ্রেস থেকে মন্ত্রিসভায় শপথ নিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চহ্বন, অমিত দেশমুখ-সহ প্রমুখরা ৷

Last Updated : Dec 30, 2019, 1:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details