পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

NCP বিধায়ক দলের নেতার পদ থেকে বহিষ্কৃত অজিত পাওয়ার

আজ সকালে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন দেবেন্দ্র ফড়নবিশ ৷ তাঁর সঙ্গে উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেন অজিত পাওয়ার ৷ তাঁর শপথগ্রহণের পর NCP সুপ্রিমো শরদ পাওয়ার টুইট করে জানান, মহারাষ্ট্রে BJP-র সঙ্গে সরকার গঠনের সিদ্ধান্ত অজিত পাওয়ারের ব্যক্তিগত ৷ দল এই সিদ্ধান্ত নেয়নি ৷ ভাইপো অজিত পাওয়ারের সিদ্ধান্তকে দল সমর্থন করে না বলেও NCP সুপ্রিমো স্পষ্ট করে দেন ৷

Ajit Pawar expelled

By

Published : Nov 23, 2019, 12:39 PM IST

Updated : Nov 23, 2019, 1:09 PM IST

মুম্বই, 23 নভেম্বর : BJP-র সঙ্গে জোট গড়ে মহারাষ্ট্রে সরকার গঠনের পর অজিত পাওয়ারের বিরুদ্ধে ব্যবস্থা নিল NCP ৷ NCP বিধায়ক দলের নেতার পদ থেকে বহিষ্কার করা হল তাঁকে ৷

আজ সকালে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন দেবেন্দ্র ফড়নবিশ ৷ তাঁর সঙ্গে উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেন অজিত পাওয়ার ৷ তাঁর শপথগ্রহণের পর NCP সুপ্রিমো শরদ পাওয়ার টুইট করে জানান, মহারাষ্ট্রে BJP-র সঙ্গে সরকার গঠনের সিদ্ধান্ত অজিত পাওয়ারের ব্যক্তিগত ৷ দল এই সিদ্ধান্ত নেয়নি ৷ ভাইপো অজিত পাওয়ারের সিদ্ধান্তকে দল সমর্থন করে না বলেও NCP সুপ্রিমো স্পষ্ট করে দেন ৷

তারপর কয়েকঘণ্টার মধ্য NCP বিধায়ক দলের নেতার পদ থেকে বহিষ্কৃত করা হয় অজিত পাওয়ারকে ৷ বারামতী আসন থেকে এবার 1 লাখ 65 হাজার 265 ভোটে জিতেছেন অজিত ৷ 288 আসনের মহারাষ্ট্র বিধানসভায় NCP জিতেছে 54টি আসন ৷ আজ বিকেল সাড়ে চারটেয় NCP বিধায়ক দলের নতুন নেতা নির্বাচন করা হবে বলে শরদ পাওয়ার জানিয়েছেন ৷ NCP-র অভিযোগ, বিধায়কদের স্বাক্ষর করা চিঠি দলের অফিসে রাখা ছিল ৷ সেই চিঠি সম্ভবত রাজ্যপালের কাছে জমা দিয়েছেন অজিত পাওয়ার ৷

Last Updated : Nov 23, 2019, 1:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details