দিল্লি, ১২ মার্চ : জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনের প্রধান মাসুদ আজ়হারকে কান্দাহারে ছাড়তে যাওয়ার সময় বিমানে কি আদৌ ছিলেন অজিত ডোভাল? এই নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। গতকাল রাহুল গান্ধি এক সভায় বলেন, "আপনাদের নিশ্চয়ই মনে আছে মাসুদ আজ়হারকে। ৫৬ ইঞ্চি ছাতির লোকজনের সরকারের আমলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল মাসুদ আজ়হারজিকে বিমানে কান্দাহারে ছেড়ে এলেন।" এরপরেই পালটা আক্রমণ করে BJP। BJP-র তরফে বলা হয় তাহলে কি দেশের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদীকে সম্মান জানাচ্ছেন রাহুল গান্ধি? 'রাহুল গান্ধি লাভস টেররিস্ট' এই হ্যাশট্যাগ দিয়ে একের পর এক টুইট শুরু হয় BJP-র তরফে।
লালকৃষ্ণ আডবানি এবং এ এস দুলাতের বই "মাই কান্ট্রি, মাই লাইফ অ্যান্ড কাশ্মীর : দা বাজপেয়ি ইয়ারস" বইতে লিখেছেন, "মাসুদ আজা়হারকে কান্দাহারে যে বিমানে নিয়ে যাওয়া হয়েছিল সেই বিমানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ছিলেন না। তিনি তখন ইন্টেলিজেন্ট বিউরোর অ্যাডিশনাল ডিরেক্টর ছিলেন। মাসুদ আজা়হারকে ছাড়ার আগে ভারতের একটি প্রতিনিধি দল তালিবানদের নেতা ও ISI-এর মদপুষ্ট বিমান ছিনতাইকারীদের সঙ্গে আলোচনা করতে কান্দাহারে যায়। ওই প্রতিনিধি দলটিতে ছিলেন অজিত ডোভাল। "