পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

"সিচুয়েশন কেবিন"-এ ডোভাল, নিরাপত্তারক্ষীদের সঙ্গে খেলেন খাবার - jammu and kashmir

রাস্তায় বেরিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলছেন ৷ তাঁদের সঙ্গে খাবার খেয়েছেন ৷ এবার ইদে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সময় কাটালেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ৷ একসঙ্গে খাবার খেলেন ৷

"সিচুয়েশন কেবিন"-এ ডোভাল, নিরাপত্তারক্ষীদের সঙ্গে খেলেন খাবার

By

Published : Aug 13, 2019, 10:51 AM IST

শ্রীনগর, 13 অগাস্ট : জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পর থেকে কাশ্মীরে রয়েছেন তিনি ৷ পরিস্থিতি খতিয়ে দেখছেন ৷ কখনও রাস্তায় বেরিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলছেন ৷ তাঁদের সঙ্গে খাবার খেয়েছেন ৷ এবার ইদে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সময় কাটালেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ৷ একসঙ্গে খাবার খেলেন ৷

গতকাল সারা দেশের পাশাপাশি জম্মু ও কাশ্মীরে পালন করা হয় ইদ-উদ-আজ়হা । এবং নিরাপত্তার দায়িত্বে থাকা স্থানীয় পুলিশ ও CRPF জওয়ানদের মনোবল বাড়াতে তাদের সঙ্গে "সিচুয়েশন ক্যাবিন"-এ ছিলেন ডোভাল । এই সিচুয়েশন কেবিন থেকে রাজ্যের নিরাপত্তা পরিস্থিতির উপর সার্বিক নজর রাখা হয় ৷

গতকালও পরিস্থিতি পর্যবেক্ষণ করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল । দক্ষিণ কাশ্মীর এবং শ্রীনগরের বিভিন্ন এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি । কাশ্মীরের বিভিন্ন এলাকায়, পুলিশ প্রধান দিলবাগ সিং এবং আর্মি কম্যান্ডার আলাদা করে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন বলেও জানান আধিকারিকরা ।

370 ধারা প্রত্যাহারের ঘোষণা করা হয় 5 অগাস্ট । সেদিন থেকেই জম্মু ও কাশ্মীরে আছেন অজিত ডোভাল । ডোভালের এই পরিস্থিতি খতিয়ে দেখার বিষয়টি বিরোধীদের কটাক্ষের সম্মুখীন হলেও প্রসংশিত হয়েছে কাশ্মীরের পুলিশ প্রশাসনে ।

কর্মকর্তাদের মতে, ডোভাল স্বীকার করেছেন যে আগামী দিনে নিরাপত্তাবাহিনীর পক্ষে সব থেকে বড় চ্যালেঞ্জ হতে চলেছে সন্ত্রাসবাদ । এই পরিস্থিতি মোকাবিলা করতে তিনি নিরাপত্তাবাহিনীকে সব সময় সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন । পাশাপাশি শান্তিপূর্ণ ইদ উদযাপনের পর এখন শান্তিতে স্বাধীনতা দিবস পালনই লক্ষ্য ।

এদিকে গতকাল ইদের শুভেচ্ছা জানাতে কাশ্মীরের জনগণের কোনও অসুবিধা হয়নি বলে জানিয়েছে প্রশাসন । প্রশাসনের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, "রাজ্যের বাইরে থাকা আত্মীয়দের সঙ্গে যোগাযোগের সুবিধা পাচ্ছে সাধারণ মানুষ । জেলা কমিশনারের অফিস, থানা এবং ফাঁড়িতে এর জন্য হেল্পলাইন খোলা হয়েছে । এই সমস্ত জায়গা থেকে প্রতিদিন প্রায় 1000 কল করা হচ্ছে । শ্রীনগরে একদিনে প্রায় 5000 ফোন করা হয়েছে ।"

প্রশাসনের তরফে জারি করা বিবৃতিতে আরও বলা হয়েছে, "রাজ্যের অন্যান্য জায়গায়, জম্মুর পাঁচটি জেলা থেকে পুরোপুরি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে এবং জম্মুর পাঁচটি জেলায় শুধুমাত্র রাতে নিষেধাজ্ঞা রাখা হয়েছে । কাশ্মীরের 9টি জেলায় পরিস্থিতি যাচাই করে একইভাবে স্থানীয় ভাবে ছাড় দেওয়া হয়েছে ।"

এদিকে পাকিস্তান স্বাধীনতা দিবসের আগে বড়সড় হামলা চালানোর পরিকল্পনা করছে বলে গোয়েন্দা সূত্রে খবর । এই প্রসঙ্গে এক আধিকারিক একটি ইংরেজি সংবাদমাধ্যমকে বলেন, বিভিন্ন ফোনালাপের সূত্র ধরে জানা গেছে স্বাধীনতা দিবসের আগে পাকিস্তান বড়সড় হামলার পরিকল্পনা করছে ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details