ফিরোজ়াবাদ, 27 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী আইন ইশুতে উত্তপ্ত উত্তরপ্রদেশ ৷ 20 তারিখেও চলছিল বিক্ষোভ ৷ নমাজ় পড়ছিলেন হাজ়ি কাদির ৷ উত্তরপ্রদেশের ফিরোজ়াবাদের বাসিন্দা ৷ আচমকাই খবর পেলেন এক পুলিশ কর্মীকে মারধর করা হচ্ছে বাড়ির ঠিক পাশেই ৷খবর পেয়েই নমাজ় তাড়াতাড়ি শেষ করে উঠে পড়েন তিনি ৷ বিক্ষোভকারীদের হাত থেকে পুলিশকর্মীকে বাঁচিয়ে নিয়ে আসেন বাড়িতে ৷ আশ্বস্ত করেন, ওই পুলিশ কর্মীকে ৷ বলেন, তাঁর বাড়িতে সম্পূর্ণরূপে সুরক্ষিত ওই কর্মী ৷
নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে বিগত কয়েকদিন ধরেই উত্তাল দেশ ৷ প্রায় প্রতিটি রাজ্যেই আইনের প্রতিবাদে বিক্ষোভে সামিল হয়েছেন সাধারণ মানুষ ৷ কোথাও কোথাও বিক্ষোভ হিংসাত্মক রূপ নিয়েছে ৷ উত্তরপ্রদেশের অনেক এলাকাতেই বিক্ষোভের নামে চলে তাণ্ডব ৷ 20 ডিসেম্বর উত্তরপ্রদেশের ফিরোজ়াবাদেও নাগরিকত্ব ইশুতে পথে নামে বিক্ষোভকারীরা ৷ শান্তিপূর্ণ সেই প্রতিবাদ হিংসাত্মক হয়ে ওঠে ৷ বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছুড়তে শুরু করে ৷ পালটা পুলিশও পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে ৷ উভয়পক্ষের মধ্যে শুরু হয় ধ্বস্তাধস্তি, মারধর ৷ বিক্ষোভকারীরা অজয় কুমারকে সামনে পেয়ে তাঁর উপর চড়াও হয় ৷ মারধর শুরু করে ৷ পুলিশকর্মীকে মারধর করা হচ্ছে দেখে এগিয়ে যান স্থানীয় বাসিন্দা হাজ়ি কাদির ৷ তাঁকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে যান ৷