পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

জেল থেকে সাময়িক ছুটি অজয় চৌতালার

তিহার জেল থেকে সাময়িক ছুটি পেলেন JJP নেতা দুষ্যন্ত চৌতালার বাবা অজয় সিং চৌতালা ৷

অজয় চৌতালা

By

Published : Oct 26, 2019, 3:09 PM IST

Updated : Oct 26, 2019, 5:27 PM IST

দিল্লি, 26 অক্টোবর : সব কিছু ঠিকঠাক থাকলে রাজ্যের উপমুখ্যমন্ত্রীর পদটা পেতে পারেন তিনি ৷ আর ছেলের গদি পাকা হাওয়ার খবর পাওয়ার পরদিনই তিহার ছেল থেকে সাময়িক ছুটি পেলেন অজয় সিং চৌতালা ৷ JJP নেতা দুষ্যন্ত চৌতালার বাবা অজয় চৌতালা আজ বিকেলে বা আগামী কাল সকালে তিহার জেল থেকে ছুটি পেতে পারেন ৷

2013 সালে দোষী সাব্যস্ত হয়েছিলেন অজয় চৌতালা ৷ 3206 জন জুনিয়র বেসিক শিক্ষককে বেআইনিভাবে নিয়োগ করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে ৷ অজয় চৌতালার সঙ্গে দোষী সাব্যস্ত হয়েছিলেন তাঁর বাবা ওম প্রকাশ চৌতালাও ৷ তাঁদের বিরুদ্ধে ঘুষ নেওয়ারও অভিযোগ ছিল ৷

একাধিক অভিযোগের প্রেক্ষিতে 2013 সালের 16 জানুয়ারি দিল্লির একটি আদালত দোষী সাব্যস্ত করে অজয় এবং ওম প্রকাশকে ৷ 12 বছর আগের ঘটনায় দোষী সাব্যস্ত হয়ে সেই থেকেই জেলে দুষ্যন্ত চৌতালার বাবা ৷

হরিয়ানায় সরকার গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে ওঠার পর থেকেই দুষ্যন্ত চৌতালা দর কষাকষি শুরু করেছিলেন ৷ প্রথমে তাঁর দাবি ছিল, মুখ্যমন্ত্রীর পদ না পেলে কোনওভাবেই কোনও রাজনৈতিক দলকে সমর্থন করবেন না ৷ কিন্তু, গতকাল BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সঙ্গে বৈঠকের পর মত বদল করতে বাধ্য হন দুষ্যন্ত ৷ কারণ, ততক্ষণে নির্দল বিধায়কদের নিজের দিকে টেনে শাহ বুঝিয়ে দিয়েছেন JJP নিজেদের অবস্থান বদল না করলে সমস্যা তাদেরই ৷

শেষ পর্যন্ত চাপে পড়ে পিছু হটতে বাধ্য হন দুষ্যন্ত চৌতালা ৷ আর কাল উপমুখ্যমন্ত্রীর পদ পাওয়া নিশ্চিত হওয়ার হওয়ার পরই আজ জেল থেকে সাময়িক ছুটি পেলেন অজয় সিং চৌতালা ৷

Last Updated : Oct 26, 2019, 5:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details