গাজ়িয়াবাদ, 8 অক্টোবর : বায়ুসেনা দিবসে মিগ বাইসনে চেপে মিগ ফরমেশনের নেতৃত্ব দিলেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান ৷ গাজ়িয়াবাদের হিন্দনে বালাকোট এয়ারস্ট্রাইকে অংশ নেওয়া বায়ুসেনার জওয়ানরা মিগ ফরমেশনে এয়ার ডিসপ্লে করেন ৷ ফর্মেশনে ছিল একটি মিগ বাইস, 3 টি মিরাজ 2000, 2 টি সুখোই 30MKI যুদ্ধবিমান ৷ অভিনন্দন বর্তমানের নেতৃত্বে মিগ ফরমেশনে এয়ার শো শুরু হতেই উপস্থিত সকলে স্ট্যান্ডিং ওভেশন দেন অভিনন্দন বর্তমান ও তার দলকে৷
চলতি বছরের 26 ফেব্রুয়ারি পাকিস্তান অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের মূল ভূখণ্ডের বালাকোটে জইশের তিনটি ট্রেনিং ক্যাম্পে ভারতীয় বায়ুসেনা অভিযান চালায় ৷ এরপর ভারতের আকাশসীমা লঙ্ঘন করে পাকিস্তানি বায়ুসেনার একটি F-১৬ যুদ্ধবিমান । সেটিকে পালটা তাড়া করে ভারতীয় বায়ুসেনার কয়েকটি বিমান । এর মধ্যে একটি MiG-২১ বাইসন বিমান ওড়াচ্ছিলেন অভিনন্দন বর্তমান । তিনি পাকিস্তানি বায়ুসেনার F-১৬ বিমানকে আঘাত করতে সক্ষম হন ৷ কিন্তু পাকিস্তানের বিমানের পালটা মিজ়াইল হানায় অভিনন্দনের বিমানটি ক্ষতিগ্রস্ত হয় । বিমানটি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় অভিনন্দন বিমান থেকে প্যারাসুটে ঝাঁপ দেন । পরে পাকিস্তানের সেনা তাঁকে নিজেদের হেপাজতে নেয় । 1 মার্চ রাত 9টা 21 মিনিটে অভিনন্দন বর্তমান দেশের মাটিতে পা রাখেন ৷