দিল্লি, 10 ফেব্রুয়ারি : এয়ারক্রাফ্ট ক্যারিয়ার ভারতীয় নৌসেনার জাহাজ বিরাটকে ভেঙে ফেলার কাজে স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট ৷ একই সঙ্গে যে সংস্থাকে আইএনএস বিরাটকে স্ক্র্যাপে পরিণত করার জন্য দেওয়া হয়েছিল, তাঁদেরকেও এ নিয়ে একটি নির্দেশিকা পাঠিয়েছে শীর্ষ আদালত ৷
প্রসঙ্গত, একটি সংস্থা আইএনএস বিরাটকে মিউজিয়াম হিসেবে তৈরি করতে চেয়ে আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দারস্থ হয়েছে ৷ ওই সংস্থা 100 কোটি টাকায় আইএনএস বিরাটকে কিনতেও চেয়েছে ৷ যারপরেই সুপ্রিম কোর্ট আজ এই স্থগিতাদের জারি করেছে ৷ তবে, যে সময়ে এই স্থগিতাদেশ জারি করা হল, তখন আইএনএস বিরাটের বেশিরভাগ অংশই ভেঙে ফেলা হয়েছে ৷ আইএনএস বিরাটের বর্তমান ছবিতে দেখা গিয়েছে, জাহাজের যে অংশে যুদ্ধবিমান এসে নামত, সেই অংশের লোহা বের করে ফেলা হয়েছে ৷ এমনকি ভিতরের লোহার কাঠামো বেরিয়ে এসেছে ৷ এমনকি যেখানে নৌবাহিনীর পতাকা লাগান থাকত সেই অংশটিও ভেঙে ফেলা হয়েছে ৷