পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দিল্লিতে বায়ুর গুণমানে অনেকটাই উন্নতি - বায়ুর গুণমান সূচক

CPCB-র প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, আনন্দ বিহারে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল 173, লোধি কলোনিতে 121 । তবে আরকে পুরম এবং নজ়ফগড়ে লাগাতার বাতাসের গুণমান সূচক খারাপের দিকে এগোচ্ছে ৷

Air quality improves in Delhi, parts of city record 'moderate' AQI
দিল্লির বায়ুর সূচকে অনেকটা উন্নতি, কিছু এলাকায় পরিস্থিতি পরিমিত

By

Published : Nov 17, 2020, 2:08 PM IST

দিল্লি, 17 নভেম্বর : দিল্লিতে বায়ুদূষণ অনেকটাই কমল । কয়েকটি এলাকায় উন্নতি হলেও কয়েকটি জায়গায় গুণমান খুবই খারাপ বলেও জানিয়েছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড ৷

CPCB-র প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, আনন্দ বিহারে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা বাতাসের গুণমান সূচক ছিল 173, লোধি কলোনিতে 121 । তবে আরকে পুরম এবং নজ়ফগড়ে লাগাতার বাতাসের গুণমান সূচক খারাপের দিকে এগোচ্ছে ৷ সেখানে গুণমান সূচক যথাক্রমে 205 এবং 213 বলে জানিয়েছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড ৷ তবে বেশিরভাগ এলাকায় বাতাসের গুণমান ভালো হওয়াকে খুবই উল্লেখযোগ্য় উন্নতি বলে মনে করছে CPCB । তাদের মতে, এর আসল কারণ দীপাবলিতে আতসবাজির ব্য়বহার না হওয়া ৷

দিল্লির বাসিন্দাদের মতে, সম্প্রতি দিল্লিতে হওয়া বৃষ্টি বায়ুদূষণ কমাতে সাহায্য় করেছে ৷ না হলে তাঁদের নিশ্বাস নিতে কষ্ট হচ্ছিল । চোখ জ্বালার মতো সমস্য়াও দেখা দিয়েছিল ৷ তবে এখন পরিস্থিতি অনেকটাই ভালো বলে জানিয়েছেন তাঁরা ৷

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের নির্ধারিত মাত্রা অনুযায়ী, বায়ুর গুণমান সূচক 0-50 থাকলে তা ভালো ৷ 51-100 থাকলে তা সন্তোষজনক, 101-200 থাকলে পরিমিত, 201-300 থাকলে খারাপ, 301-400 থাকলে খুব খারাপ পরিস্থিতি এবং 401-500 থাকলে তা মারাত্মক বলে বিবেচিত হয় ৷

ABOUT THE AUTHOR

...view details