দিল্লি, 23 অক্টোবর : দিল্লিতে ফের বাড়ছে বায়ুদূষণ ৷ যানবাহন চলাচল বাড়তেই বাতাসে দূষণের মাত্রা ঊর্ধ্বমুখী ৷ দিল্লি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দেওয়া তথ্য অনুযায়ী, আজ আনন্দ বিহারে এয়ার কোয়ালিটি ইনডেক্স 387 , আর কে পুরমে 333 , রোহিনীতে 391 ও দ্বারকায় 390 ৷ চারটি জায়গাতেই বায়ুদূষণের ক্যাটেগরি রয়েছে খুব খারাপ স্তরে ৷
এই পরিস্থিতিতে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, নির্মাণ সংস্থা, পৌরসভা, ট্র্যাফিক পুলিশ ও পরিবহন বিভাগ যাতে কড়া পদক্ষেপ নেয় সেই মর্মে নির্দেশের জন্য দিল্লি হাইকোর্টে আবেদন জানিয়েছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড ৷ রাজধানীতে বায়ুদূষণ কমানোর জন্য কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী গোপাল রাই "রেড লাইট অন, গাড়ি অফ" প্রচার কর্মসূচি শুরু করেছেন ৷ দিল্লি সরকারের প্রচারের অন্তর্গত এই কর্মসূচি ৷