পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বায়ুদূষণের জের, ভারতীয়দের গড় আয়ু কমছে 5.2 বছর - বাতাসে দূষিত পদার্থ পরিমাণ

সম্প্রতি শিকাগো বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গেছে, দেশে বায়ুদূষণের ফলে জনগণের গড় আয়ু 5.2 বছর কমছে । দিল্লি ও উত্তরপ্রদেশে বায়ু দূষণের পরিমাণ সর্বোচ্চ।

Air pollution
Air pollution

By

Published : Jul 29, 2020, 2:10 AM IST

Updated : Jul 29, 2020, 7:48 AM IST

দিল্লি, 28 জুলাই : বায়ুদূষণের জেরে দেশের নাগরিকদের গড় আয়ু 5.2 বছর করে কমছে । সম্প্রতি শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসি ইনস্টিটিউটের এয়ার কোয়ালিটি লাইফ ইন্ডেক্সের গবেষণায় উঠে এসেছে এই তথ্য।

রিপোর্ট অনুযায়ী, ভারত বিশ্বের দ্বিতীয় অন্যতম দূষিত দেশ এবং দেশের বেশ কয়েকটিটি জায়গায় দূষণের মাত্রা বাকি জায়গাগুলির তুলনায় আরও খারাপ । গবেষণায় দেখা গেছে, বায়ু দূষণের জেরে দিল্লির বাসিন্দাদের আয়ু গড়ে 9.4 বছর এবং উত্তরপ্রদেশের বাসিন্দাদের আয়ু গড়ে 8.6 বছর হ্রাস পায়।

রিপোর্টে বলা হয়, "দেশের জনসংখ্যার একটি বড় অংশে বিভিন্ন দূষণের প্রভাব পড়েছে যা অন্য দেশে দেখা যায় না। উত্তর ভারতের বাসিন্দাদের প্রায় 8 বছরের বেশি আয়ু দূষণের জেরে হ্রাস পায়। "

বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী প্রতি কিউবিক মিটারে PM 2.5-র মাত্রা 10 মাইক্রনের বেশি এবং প্রতি কিউবিক মিটারে PM 10-এর মাত্রা 20 মাইক্রনের বেশি হওয়া উচিত নয় । 2018 সালে দেশে প্রতি কিউবিক মিটারে PM 2.5-এর মাত্রা ছিল 63 মাইক্রন।

শিকাগো বিশ্ববিদ্যালয়ের এই রিপোর্টে বলা হয়, দেশের 1.4 বিলিয়ন বাসিন্দা এমন এলাকায় বাস করেন যেখানে দূষণের মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া গাইডলাইনের তুলনায় অনেক বেশি । 84 শতাংশ বাসিন্দা এমন এলাকায় বাস করেন যেখানে দূষণের মাত্রা বেশি।

1998 সাল থেকে দূষণের মাত্রা 42 শতাংশ বৃদ্ধি পেয়েছে যার ফলে দেশের নাগরিকদের গড় আয়ু 1.8 বছর হ্রাস পেয়েছে । রিপোর্টে এটিও উল্লেখ করা হয়েছে যে, কেন্দ্রীয় সরকারের তরফে ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রাম (NCAP) আনা হয়েছে, যার উদ্দেশ্য 2024 সালের মধ্যে দূষণের মাত্রা 20 থেকে 30 শতাংশ হ্রাস করা ।

রিপোর্টে বলা হয়, "যদিও NCAP-র তরফে লক্ষ্যমাত্রা নির্দিষ্ট করে দেওয়া হয়নি । তবুও যদি ভারত এই লক্ষ্য পূরণে সক্ষম হয় তবে দেশবাসীর স্বাস্থ্যের উন্নতি হবে। দূষণ 25 শতাংশ হ্রাস করা গেলে দেশের জনগণের গড় আয়ু 1.6 বছর বৃদ্ধি পাবে এবং দিল্লিবাসীর গড় আয়ু 3.1 বছর বৃদ্ধি পাবে। "

ভারত, বাংলাদেশ, নেপাল ও পাকিস্তানে দূষণের মাত্রা সবচেয়ে বেশি। এরমধ্যে উত্তর ভারত দক্ষিণ এশিয়ার সবথেকে দূষিত অঞ্চল হিসেবে পরিচিত ।

রিপোর্টে বলা হয়, "বাংলাদেশ, ভারত, নেপাল ও পাকিস্তানের মিলিত ভূগর্ভস্থ জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ 1998 থেকে 2017 সালের মধ্যে তিনগুণ বৃদ্ধি পেয়েছে । শস্য ক্ষেত পোড়ানো, ইটভাটা এবং অন্যান্য শিল্প প্রতিষ্ঠানের মাধ্যমে বাতাসে দূষণের পরিমাণ বেড়েছে । "

Last Updated : Jul 29, 2020, 7:48 AM IST

ABOUT THE AUTHOR

...view details