দিল্লি, 19 সেপ্টেম্বর : নতুন বায়ুসেনা প্রধানের নাম ঘোষণা করল প্রতিরক্ষামন্ত্রক । আজ প্রতিরক্ষামন্ত্রকের তরফে জানানো হয় পরবর্তী বায়ুসেনা প্রধান হতে চলেছেন বর্তমানে বায়ুসেনার উপপ্রধান পদে থাকা এয়ার মার্শাল রাকেশ কুমার সিং ভাদুরিয়া । বায়ুসেনা প্রধান বি এস ধানোয়া চলতি মাসের 30 তারিখ অবসর নেবেন ।
26তম বায়ুসেনা প্রধান হচ্ছেন রাকেশ কুমার সিং ভাদুরিয়া - defence ministry
আজ প্রতিরক্ষামন্ত্রকের তরফে জানানো হয় পরবর্তী বায়ুসেনা প্রধান হতে চলেছেন বর্তমানে বায়ুসেনার উপপ্রধান পদে থাকা এয়ার মার্শাল রাকেশ কুমার সিং ভাদুরিয়া ।
চলতি বছরের মে মাসেই বায়ুসেনার উপপ্রধান হিসাবে দায়িত্ব নিয়েছিলেন এয়ার মার্শাল রাকেশ কুমার সিং ভাদুরিয়া । 1980 সালের 15 জুন বায়ুসেনায় যোগ দেন ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির প্রাক্তনী এই এয়ার মার্শাল । প্রায় 26 ধরনের ফাইটার জেট ওড়াতে দক্ষ রাকেশ কুমার যে কোনও ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্টেও সিদ্ধহস্ত । আকাশে 4 হাজার 250 ঘণ্টা ওড়ার অভিজ্ঞতাও রয়েছে তাঁর ।
সহকর্মীদের কাছে ছোটু স্যার নামে পরিচিত এয়ার মার্শাল রাকেশ কুমার বায়ুসেনার একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন । পরম বিশিষ্ট সেবা মেডেল, অতি বিশিষ্ট সেবা মেডেল ও বায়ু সেনা মেডেলের মতো একাধিক পুরস্কার রয়েছে তাঁর ঝুলিতে ।