পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

"ঝাঁকিয়ে দিয়েছি, ওদের ঘুম আসবে কী করে?" পাকিস্তানকে খোঁচা বায়ুসেনার - Air Strike

নাম না করে পাকিস্তানকে খোঁচা বায়ুসেনার

ছবিটি প্রতীকী

By

Published : Mar 8, 2019, 6:09 PM IST

দিল্লি, ৮ মার্চ : "আমরা তো ওদের ঝাঁকিয়ে দিয়েছি। এখন ওদের ঘুম আসবে কী করে?" এভাবেই আজ নাম না করে পাকিস্তানকে বিঁধল ভারতীয় বায়ুসেনা। তাদের তরফে টুইটারে এই কবিতা পোস্ট করা হয়। কবিতাটি লিখেছেন বিপিন এলাহাবাদী।

কবিতায় লেখা হয়েছে, "কেউ সব সীমা লঙ্ঘন করায় ম্রিগমরীচিকাকে সীমান্ত পার করতে হয়েছে।" সংশ্লিষ্ট মহলের পর্যবেক্ষণ, এখানে ম্রিগমরীচিকা বলতে মিরাজ ২০০০-কে বোঝানো হয়েছে। যা ২৬ ফেব্রুয়ারি ভোররাতে পাকিস্তানে ঢুকে জইশ-ই-মহম্মদের ট্রেনিং ক্যাম্প গুঁড়িয়ে দেয়।

কবিতায় লেখা রয়েছে, "এবার আমরা সীমান্ত পার করেছি। এক অভূতপূর্ব উপায়ে আমরা প্রতিকূলতাকে ছুঁয়েছি। আমাদের উদ্দেশ্য ছিল নিজের পথ শুধরে নেওয়ার জন্য তাকে সতর্ক করা।" কবিতাটি পুরোপুরি ব্যক্তিবিশেষকে উদ্দেশ্য করে লেখা হলেও নেটিজেনদের মত, ঘুরিয়ে পাকিস্তানকে বিদ্রুপ করেছে ভারতীয় বায়ুসেনা।

ABOUT THE AUTHOR

...view details