দিল্লি, 1মে : 3 মে দ্বিতীয় দফার লকডাউনের শেষ দিন ৷ ওই দিন কোরোনা যোদ্ধাদের ধন্যবাদ জানাবে বায়ুসেনা ৷ হবে ফ্লাই পাস্ট । হাসপাতালে হাসপাতালে হবে পুষ্পবৃষ্টি । আলোয় সাজানো হবে জাহাজ ৷ ঘোষণা করেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত ৷
আজ নৌ, বায়ু ও স্থল সেনার প্রধানদের সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠকে জেনারেল রাওয়াত জানান, কোরোনা মোকাবিলায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সাফাইকর্মী, সাংবাদিক ও পুলিশকর্মীরা অবিরাম দেশের সেবা করছেন ৷ তাঁদের ধন্যবাদ জানাতে বিশেষ পদক্ষেপ করা হয়েছে ৷ হাসপাতালে হাসপাতালে পুষ্পবৃষ্টি হবে ৷ পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হবে ৷