দিল্লি, 9 জুন : ছয় দিন কেটে গেলেও খোঁজ মেলেনি অসমে নিখোঁজ বায়ুসেনার AN-32 বিমানের । বিমানটির খোঁজে একটি AN-32 বিমান , C-130J স্পেশাল অপারেশন এয়ারক্রাফট, Mi-17 ও ALH হেলিকপ্টার নামিয়েছিল বায়ুসেনা । তাতেও লাভ হয়নি । তাই হওয়ায় এবার বিমানের সন্ধান পেতে পুরস্কার ঘোষণা করল বায়ুসেনা ।
বায়ুসেনার নিখোঁজ বিমানের সন্ধান দিলে 5 লাখ টাকা পুরস্কার - an 32
গত সোমবার দুপুর সাড়ে 12টা নাগাদ বায়ুসেনার 8 কর্মী সহ মোট 13 জনকে নিয়ে নিখোঁজ হয়েছিল বায়ুসেনার AN-32 বিমান । এবার বিমানের সন্ধান পেতে পুরস্কার ঘোষণা করল বায়ুসেনা ।
গতকাল ভারতীয় বায়ুসেনা ঘোষণা করেছে, নিখোঁজ বিমানটির কেউ খোঁজ দিতে পারলে পাঁচ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে । এজন্য কয়েকটি ফোন নম্বরও দিয়েছে বায়ুসেনা । বিমানের খোঁজ পেলে বায়ুসেনাকে সেই খবর দেওয়ার জন্য এই নম্বরগুলির কোনও একটিতে 0378-3222164, 9436499477, 9402077267 এবং 9402132477 ফোন করতে হবে ।
উল্লেখ্য, গত সোমবার দুপুর সাড়ে 12টা নাগাদ বায়ুসেনার 8 কর্মী সহ মোট 13 জনকে নিয়ে অসমের যোরহাট থেকে চিন সীমান্ত লাগোয়া মেনচুকা অ্যাডভান্সড ল্যান্ডিং গ্রাউন্ডের উদ্দেশে রওনা দেয় বিমানটি । সেই পথ অতিক্রম করতে 50 মিনিট সময় লাগে । কিন্তু বিমানটি ওড়ার কিছুক্ষণের মধ্যেই এয়ার ট্রাফিক কন্ট্রেলের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় । বায়ুসেনার তরফে জানানো হয়েছে নিখোঁজ বিমানের সন্ধানে তাদের তরফে দিনরাত তল্লাশি অভিযান চলছে ।