দিল্লি, 15 জুন : রাজ্য সরকারকে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিল AIIMS । 48 ঘণ্টার মধ্যে অচলাবস্থার সমাধান করতে হবে । তা নাহলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাবে তারা ।
48 ঘণ্টার মধ্যে সমাধান করুন , রাজ্য প্রশাসনকে হুঁশিয়ারি AIIMS-এর
48 ঘণ্টার মধ্যে অচলাবস্থার সমাধান করতে হবে । তা নাহলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি AIIMS- এর ।
সোমবার রাত থেকে শুরু হওয়া জুনিয়র ডাক্তারদের বিক্ষোভে কার্যত ভেঙে পড়েছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা । জুনিয়র ডাক্তারদের বিক্ষোভের পাশাপাশি সরকারের উপর চাপ বাড়িয়েছে সিনিয়র ডাক্তারদের দফায় দফায় গণইস্তফা । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কঠিন পদক্ষেপের হুঁশিয়ারির জেরে জুনিয়র ডাক্তাররাও আন্দোলন চালিয়ে যাওয়ার ধনুক ভাঙা পণ নিয়েছেন । রাজ্য এবং জুনিয়র ডাক্তারদের এই বিপরীত অবস্থানের জেরে ক্রমেই জটিল হচ্ছে পরিস্থিতি ।
বাংলায় বিক্ষোভরত জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়েছে দেশের বিভিন্ন ডাক্তারি শিক্ষা প্রতিষ্ঠান ও চিকিৎসক মহল । দিল্লি, হায়দরাবাদ, মুম্বই, বেঙ্গালুরুর মতো বিভিন্ন জায়গায় বিক্ষোভে শামিল হয়েছিলেন চিকিৎসকেরা । কোথাও কালো ব্যাচ পড়ে আবার কোথাও হেলমেট পড়ে প্রতীকী প্রতিবাদ জানান তাঁরা । আর এবার রাজ্য প্রশাসনকে সরাসরি হুঁশিয়ারি দিল AIIMS । বলল, 48 ঘণ্টার মধ্যে যাবতীয় সমস্যার সমাধান করতে হবে ।