পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আহমেদাবাদে জয় রাইড ভেঙে মৃত 2, জখম 26 - Accident

আজ বিকেলে আহমেদাবাদে জয় রাইড ভেঙে মৃত্যু হয়েছে দু'জনের । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।

ঘটনাস্থানের ছবি

By

Published : Jul 14, 2019, 9:57 PM IST

আহমেদাবাদ, 14 জুলাই : আহমেদাবাদে জয় রাইড ভেঙে মৃত্যু হল দু'জনের । জখম হয়েছেন 26 জন । 15 জনের অবস্থা আশঙ্কাজনক । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

আজ বিকেলে কানকারিয়া এলাকার একটি অ্যাডভেঞ্চার পার্কে জয়রাইড ভেঙে পড়ে । সেই সময় ওই জয় রাইডে প্রায় 40 জন ছিলেন । জখমদের দ্রুত স্থানীয় আহমেদাবাদ মিউনিসিপাল কর্পোরেশন এল জি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানেই মৃত্যু হয় দু'জনের ।

মিউনিসিপাল কর্পোরেশনের কমিশনার বিজয় নেহরা বলেন, "FSL টিম ও পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । জখমদের উপযুক্ত চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে ।"

ABOUT THE AUTHOR

...view details