পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

NRC-র চূড়ান্ত তালিকা প্রকাশ নিয়ে কী বলছেন অসমের রাজনীতিবিদরা ? - অসমের রাজনীতিবিদরা

আজ সকাল 10টায় প্রকাশিত হবে NRC-র চূড়ান্ত তালিকা ৷ তার আগে NRC নিয়ে মুখ খুললেন অসমের রাজনীতিবিদরা ৷

ফাইল ফোটো

By

Published : Aug 31, 2019, 2:53 AM IST

গুয়াহাটি, 31 অগাস্ট : NRC-র চূড়ান্ত তালিকার প্রকাশের আগে অসমে অব্যাহত রাজনৈতিক তরজাও ৷ কোনও বৈধ ভারতীয় নাগরিকের নাম তালিকা থেকে বাদ গেলে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কেউ ৷ কেউ আবার মুখ খুলেছেন NRC-র সমর্থনে ৷

চূড়ান্ত তালিকা প্রকাশের আগে কী বলছেন অসমের রাজনীতিবিদরা ? তা একনজরে দেখে নেওয়া যাক -

  • রাজ্য ও কেন্দ্রীয় সরকারের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছেন অল অসম স্টুডেন্ট ইউনিয়নের (AASU) মুখ্য উপদেষ্টা সমুজ্জল ভট্টাচার্য ৷
  • নিয়ম অনুযায়ী, NRC-র চূড়ান্ত তালিকায় ঠাঁই পাওয়ার জন্য বাসিন্দাদের প্রমাণ করতে হবে, তাঁরা 1971 সালের 24 মার্চের আগে অসমে এসেছিলেন ৷ এখানেই আপত্তি রয়েছে হিন্দু যুব ছাত্র পরিষদের ৷ সংগঠনের সভাপতি বালেন বৈশ্যের মতে, 1971 সালের পরিবর্তে 1951 সাল থেকেই এই নিয়ম লাগু করা উচিত ছিল ৷

এই সংক্রান্ত আরও খবর :ফিরে দেখা NRC

  • NRC নিয়ে BJP ও RSS-এর দিকে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন কৃষক মুক্তি সংগ্রাম সমিতির উপদেষ্টা অখিল গগৈ ৷
  • অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের (AIDUF) বিধায়ক আমিনুল ইসলামের অভিযোগ, কেন্দ্রের শাসকদলের চাপের মুখেই কাজ করতে বাধ্য হয়েছেন সুপ্রিম কোর্ট নিযুক্ত মধ্যস্থতাকারী প্রতীক হাজেলা ৷ NRC আধিকারিকদের বিরুদ্ধেও তোপ দেগেছেন আমিনুল ৷
  • প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের দাবি, চূড়ান্ত তালিকা প্রকাশের আগে আতঙ্ক ও উৎকন্ঠায় দিন কাটাচ্ছে অসমবাসী ৷ যাঁরা দীর্ঘদিন ধরে অসমে বসবাস করছেন, তাঁরাও বিনিদ্র রাত কাটাচ্ছেন ৷ তিনি বলেন, "সঠিক উপায়ে NRC-র চূড়ান্ত তালিকা প্রকাশিত হচ্ছে না ৷ এর ফলে, বিরূপ আইন-শৃঙ্খলা পরিস্থিতির সম্মুখীন হতে পারে রাজ্য ৷ "

এই সংক্রান্ত আরও খবর :"1971-র পর দেশে আসা কারোর নাম NRC তালিকায় না উঠলে কান্নাকাটি করবেন না"

  • NRC-র তালিকায় ঠাঁই না পেলে বিদেশি হিসেবে গণ্য হবে কি না তা নিয়ে উৎকন্ঠায় রয়েছে অনেকেই ৷ আইনি কাগজপত্র জমা দেওয়া সত্ত্বেও কারও নাম NRC-র চূড়ান্ত তালিকায় না থাকলে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে অল অসম মাইনোরিটিস স্টুডেন্টস ইউনিয়ন (AAMSU) ৷
  • রাজ্য BJPসভাপতি রঞ্জিত কুমার জানিয়েছেন, কোনও বৈধ ভারতীয়র নাম NRC-র চূড়ান্ত তালিকায় না থাকলে তাঁর পাশে দাঁড়াবে কেন্দ্র ৷ তিনি বলেন, "এটা দেশপ্রেমের প্রশ্ন ৷ প্রত্যেক ভারতীয় নাগরিককে রক্ষা করা আমাদের দায়িত্ব ও কর্তব্য ৷ এখানে ভোটব্যাঙ্ক রাজনীতির কোনও প্রশ্নই ওঠে না ৷ ধর্ম, জাতপাত বা ভাষার বিভেদ ছাড়াই প্রত্যেক ভারতীয়কেই আমরা সমর্থন করি ৷"

এই সংক্রান্ত আরও খবর :অসম NRC : গুজবে কান দেবেন না, আবেদন স্বরাষ্ট্রমন্ত্রকের

  • যদিও NRC প্রসঙ্গে BJP বিধায়ক শিলাদিত্য দেবের অভিযোগ, সবার নজর এড়িয়ে চূড়ান্ত NRC তালিকায় ঠাঁই পেয়েছে 96-97 শতাংশ অনুপ্রবেশকারী ৷
  • এদিকে সুপ্রিম কোর্টের রায় মেনে চলার পক্ষেই সওয়াল করেছে অসম গণ পরিষদ ৷ দলের নেতা কুমার দীপক দাস বলেন, "এখনও পর্যন্ত NRC প্রক্রিয়ায় যা হয়েছে তা সন্তোষজনক ৷ সুপ্রিম কোর্টের উপর ভরসা রাখি আমরা ৷ শীর্ষ আদালত একটি সফল ও ফলপ্রসূ NRC দেবে বলে আমাদের বিশ্বাস ৷ এটাই চাই আমরা ৷ এটাই চায় অসম চুক্তিও ৷ "

এই সংক্রান্ত আরও খবর :NRC-র চূড়ান্ত তালিকা প্রকাশের আগে কড়া নিরাপত্তা অসমে, মোতায়েন বাড়তি বাহিনী

ABOUT THE AUTHOR

...view details