গুয়াহাটি, 31 অগাস্ট : NRC-র চূড়ান্ত তালিকার প্রকাশের আগে অসমে অব্যাহত রাজনৈতিক তরজাও ৷ কোনও বৈধ ভারতীয় নাগরিকের নাম তালিকা থেকে বাদ গেলে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কেউ ৷ কেউ আবার মুখ খুলেছেন NRC-র সমর্থনে ৷
চূড়ান্ত তালিকা প্রকাশের আগে কী বলছেন অসমের রাজনীতিবিদরা ? তা একনজরে দেখে নেওয়া যাক -
- রাজ্য ও কেন্দ্রীয় সরকারের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছেন অল অসম স্টুডেন্ট ইউনিয়নের (AASU) মুখ্য উপদেষ্টা সমুজ্জল ভট্টাচার্য ৷
- নিয়ম অনুযায়ী, NRC-র চূড়ান্ত তালিকায় ঠাঁই পাওয়ার জন্য বাসিন্দাদের প্রমাণ করতে হবে, তাঁরা 1971 সালের 24 মার্চের আগে অসমে এসেছিলেন ৷ এখানেই আপত্তি রয়েছে হিন্দু যুব ছাত্র পরিষদের ৷ সংগঠনের সভাপতি বালেন বৈশ্যের মতে, 1971 সালের পরিবর্তে 1951 সাল থেকেই এই নিয়ম লাগু করা উচিত ছিল ৷
এই সংক্রান্ত আরও খবর :ফিরে দেখা NRC
- NRC নিয়ে BJP ও RSS-এর দিকে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন কৃষক মুক্তি সংগ্রাম সমিতির উপদেষ্টা অখিল গগৈ ৷
- অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের (AIDUF) বিধায়ক আমিনুল ইসলামের অভিযোগ, কেন্দ্রের শাসকদলের চাপের মুখেই কাজ করতে বাধ্য হয়েছেন সুপ্রিম কোর্ট নিযুক্ত মধ্যস্থতাকারী প্রতীক হাজেলা ৷ NRC আধিকারিকদের বিরুদ্ধেও তোপ দেগেছেন আমিনুল ৷
- প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের দাবি, চূড়ান্ত তালিকা প্রকাশের আগে আতঙ্ক ও উৎকন্ঠায় দিন কাটাচ্ছে অসমবাসী ৷ যাঁরা দীর্ঘদিন ধরে অসমে বসবাস করছেন, তাঁরাও বিনিদ্র রাত কাটাচ্ছেন ৷ তিনি বলেন, "সঠিক উপায়ে NRC-র চূড়ান্ত তালিকা প্রকাশিত হচ্ছে না ৷ এর ফলে, বিরূপ আইন-শৃঙ্খলা পরিস্থিতির সম্মুখীন হতে পারে রাজ্য ৷ "