দিল্লি, 19 সেপ্টেম্বর: অগাস্টা ওয়েস্টল্যান্ড চপার কেলেঙ্কারি মামলায় ব্রিটিশ নাগরিক খ্রিশ্চিয়ান মাইকেল জেমস, ব্যবসায়ী রাজীব সাক্সেনা ও আরও 13 জনের বিরুদ্ধে চার্জশিট গঠন করল CBI (সেন্ট্রাল বিউরো অফ ইনভেস্টিগেশন) ।
21 সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানিয়েছেন দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের বিশেষ বিচারক অরবিন্দ কুমার । তার আগে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট গঠন করা হল । সূত্রের খবর, চার্জশিটে অভিযুক্ত হিসেবে নাম নেই প্রাক্তন প্রতিরক্ষা সচিব শশীকান্ত শর্মার । তিনি পরে অডিটর জেনেরাল হয়েছিলেন । এখনও পর্যন্ত CBI শর্মার বিরুদ্ধে মামলা করার অনুমতি পায়নি । অনুমতি মিললে পরের চার্জশিটে শর্মার নাম থাকতে পারে বলে জানা যাচ্ছে ।