পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

"চেয়েছিলাম আলোচনা হোক, এখানে রাজনীতির কিছু নেই" - সংসদের বাদল অধিবেশন 2020

যে সরকারের ভাবমূর্তি কৃষক-বিরোধী হিসাবে প্রতিফলিত হচ্ছে, সেই সরকারে থাকতে চান না । আর সেই কারণেই মন্ত্রিসভা থেক পদত্যাগ করেছেন । বললেন অকালি দলের নেত্রী হরসিমরত কউর বাদল ।

হরসিমরত কউর বাদল
হরসিমরত কউর বাদল

By

Published : Sep 18, 2020, 10:02 PM IST

দিল্লি, 18 সেপ্টেম্বর : "আমি কোনও রাজনীতি করছি না । আমি শুধু চেয়েছিলাম সরকার যাতে বিলগুলি পেশ করার আগে সংশ্লিষ্টদের সঙ্গে একবার আলোচনা করে ।" কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগের পর আজ এই কথাই বললেন হরসিমরত কউর বাদল ।

চূড়ান্ত নাটকীয়তার মধ্যে গতকালই কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন শিরোমণি অকালি দলের নেত্রী হরসিমরত কউর বাদল । কেন্দ্রের প্রস্তাবিত কৃষি সংক্রান্ত বিলগুলি কৃষক স্বার্থের পরিপন্থী বলে ব্যাখ্যা করেন তিনি । মন্ত্রিসভায় অকালি দলের একমাত্র প্রতিনিধি ছিলেন হরসিমরত কউর বাদল । মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করলেও বাইরে থেকে সরকারকে সমর্থন করা হবে বলে জানিয়েছে শিরোমণি অকালি দল । আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপান উতোর ।

পঞ্জাবে বাড়তে থাকা প্রতিবাদের জেরে বিলটি আপাতত স্থগিত রাখার জন্য কেন্দ্রকে আবেদন করেছিল অকালি দল । কিন্তু কেন্দ্র সংসদে এই বিলগুলি পেশ করার সিদ্ধান্ত থেকে পিছপা হয় না । এই কারণে মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন হরসিমরত কউর । অকালি দলের প্রধান সুখবীর বাদল এই কৃষিসংক্রান্ত বিলগুলিকে কৃষক বিরোধী বলে আখ্যা দেন । তবে সরকার থেকে বেরিয়ে এলেও, আকালি দল বাইরে থেকে সরকারকে সমর্থন করে যাবে বলে গতকাল জানান তিনি ।

এরপরই এই সিদ্ধান্তকে স্রেফ একটি "গিমিক" বলে মন্তব্য করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং । গতকাল তিনি বলেছিলেন, "পঞ্জাবের কৃষকদের বোকা বানানোর কৌশল ৷ কৃষকদের প্রতি কোনও সমবেদনা থেকে এই পদত্যাগ করা হয়নি ৷ এর পিছনে নিজেদের রাজনৈতিক স্বার্থসিদ্ধির উদ্দেশ্য লুকিয়ে আছে ৷"

আরও পড়ুন :মন্ত্রীর পদত্যাগের মধ্যেই লোকসভায় ধ্বনিভোটে পাশ কৃষি বিল

আজ এরই পালটা প্রতিক্রিয়া দেন সদ্য মন্ত্রিসভা থেকে পদত্যাগ করা হরসিমরত কউর । বলেন, “আমি সরকারকে বারবার বলেছিলাম যে এই বিলগুলি যে কৃষকদের সুবিধার জন্য আনা হচ্ছে তা তাঁদের বোঝানো দরকার । আমি বলেছিলাম সরকার যাতে বিলগুলি পেশ করার আগে সংশ্লিষ্ট মানুষদের সঙ্গে একবার আলোচনা করে । এখানে রাজনীতির কী আছে ! শুধুমাত্র পঞ্জাবেই না, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রেও কৃষকরা এই বিলগুলির বিরোধিতা করছে । দক্ষিণী রাজ্যগুলিতেও প্রতিবাদ শুরু হয়েছে ।”

তিনি আরও জানান যে, শিরোমণি অকালি দলের তরফে কৃষকদের বোঝানোর চেষ্টা করা হচ্ছে । বলা হচ্ছে, এই বিলগুলিতে তাঁদের কোনও ক্ষতি হবে না । কিন্তু এখনও পর্যন্ত কোনও লাভ হয়নি ।

আরও পড়ুন :"বিভ্রান্ত হবেন না" কৃষকদের উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রীর

কেন তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ? প্রশ্নের উত্তরে অকালি দলের নেত্রী বলেন, “যে সরকারের ভাবমূর্তি কৃষক-বিরোধী হিসাবে প্রতিফলিত হচ্ছে, সেই সরকারে আমি থাকতে চাই না ।” তবে সরকারকে বাইরে থেকে সমর্থন দেওয়ার প্রশ্নে তাঁর সাফাই, “NDA জোটে থাকা হবে কি না, সে-বিষয়ে দলই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ।”

ABOUT THE AUTHOR

...view details