দিল্লি, 18 সেপ্টেম্বর : "আমি কোনও রাজনীতি করছি না । আমি শুধু চেয়েছিলাম সরকার যাতে বিলগুলি পেশ করার আগে সংশ্লিষ্টদের সঙ্গে একবার আলোচনা করে ।" কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগের পর আজ এই কথাই বললেন হরসিমরত কউর বাদল ।
চূড়ান্ত নাটকীয়তার মধ্যে গতকালই কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন শিরোমণি অকালি দলের নেত্রী হরসিমরত কউর বাদল । কেন্দ্রের প্রস্তাবিত কৃষি সংক্রান্ত বিলগুলি কৃষক স্বার্থের পরিপন্থী বলে ব্যাখ্যা করেন তিনি । মন্ত্রিসভায় অকালি দলের একমাত্র প্রতিনিধি ছিলেন হরসিমরত কউর বাদল । মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করলেও বাইরে থেকে সরকারকে সমর্থন করা হবে বলে জানিয়েছে শিরোমণি অকালি দল । আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপান উতোর ।
পঞ্জাবে বাড়তে থাকা প্রতিবাদের জেরে বিলটি আপাতত স্থগিত রাখার জন্য কেন্দ্রকে আবেদন করেছিল অকালি দল । কিন্তু কেন্দ্র সংসদে এই বিলগুলি পেশ করার সিদ্ধান্ত থেকে পিছপা হয় না । এই কারণে মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন হরসিমরত কউর । অকালি দলের প্রধান সুখবীর বাদল এই কৃষিসংক্রান্ত বিলগুলিকে কৃষক বিরোধী বলে আখ্যা দেন । তবে সরকার থেকে বেরিয়ে এলেও, আকালি দল বাইরে থেকে সরকারকে সমর্থন করে যাবে বলে গতকাল জানান তিনি ।
এরপরই এই সিদ্ধান্তকে স্রেফ একটি "গিমিক" বলে মন্তব্য করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং । গতকাল তিনি বলেছিলেন, "পঞ্জাবের কৃষকদের বোকা বানানোর কৌশল ৷ কৃষকদের প্রতি কোনও সমবেদনা থেকে এই পদত্যাগ করা হয়নি ৷ এর পিছনে নিজেদের রাজনৈতিক স্বার্থসিদ্ধির উদ্দেশ্য লুকিয়ে আছে ৷"