দিল্লি, 29 অগাস্ট : এবার কৃষিক্ষেত্রে দেশকে আত্মনির্ভর করার প্রয়োজনীয়তার উপর জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে রানি লক্ষ্মীবাই কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক ভবনের উদ্বোধনে এ'কথা বলেন তিনি ।
আত্মনির্ভর ভারতের লক্ষ্যে উল্লেখযোগ্য ভূমিকা নেবে কৃষি : প্রধানমন্ত্রী
ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে রানি লক্ষ্মীবাই কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক ভবনের উদ্বোধনে কৃষিক্ষেত্রে দেশকে আত্মনির্ভর করার প্রয়োজনীয়তার উপর জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।
প্রধানমন্ত্রী বলেন, “গ্রামগুলির কাছাকাছি শিল্পের ক্লাস্টার গঠনের জন্য একটি বিস্তৃত পরিকল্পনা করা হয়েছে । উন্নত পরিকাঠামোগত সুবিধা পেতে এই শিল্পগুলির জন্য এক লাখ কোটি টাকার একটি বিশেষ তহবিল তৈরি করা হয়েছে ।কৃষিতে আত্মনির্ভর হওয়ার লক্ষ্য একটি কৃষককে উৎপাদনশীল করার পাশাপাশি উদ্যোগপতি করে তোলা ।” তিনি আরও বলেন, কৃষক এবং কৃষিক্ষেত্র শিল্পের আকারে এগোলেই, গ্রাম এবং গ্রামাঞ্চলের কাছে, বড় আকারের কর্মসংস্থান এবং স্ব-নির্ভর প্রকল্পের বিকাশ ঘটবে ।
নরেন্দ্র মোদি বলেন, "ড্রোন প্রযুক্তি, আধুনিক কৃষি সরঞ্জাম, তরুণ গবেষক ও বিজ্ঞানীদের আরও বেশি করে দেশের কৃষিকাজে লাগাতে হবে ।" তিনি বলেন, বুন্দেলখণ্ড অঞ্চল কেবল কৃষিতে আত্মনির্ভরতার মধ্য দিয়ে নয়, প্রতিরক্ষা করিডোরের পাশাপাশি বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ের মধ্যে দিয়েও উন্নতি করবে । প্রধানমন্ত্রীর কথায়, "এটি কেবল কর্মসংস্থান সৃষ্টি করবে না, ঝাঁসি ও আশেপাশের অঞ্চলগুলি ভারতকে প্রতিরক্ষা খাতে আত্মনির্ভর হতে সহায়তা করবে । এককথায়, বুন্দেলখণ্ড ও আশেপাশের অঞ্চলগুলি 'জয় জওয়ান, জয় কিষাণ অর জয় বিজ্ঞান' মন্ত্রে এগিয়ে যাবে ।"কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।