ইছাপুর, 20 অগস্ট : দেশের প্রতিরক্ষাকে বেসরকারি হাতে দেওয়া চলবে না ৷ এই দাবিতেই ইছাপুর রাইফেল ফ্যাক্টরি ও ইছাপুর মেটাল ফ্যাক্টরিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে বসলেন শ্রমিকরা । কারখানার মেইন গেটের সামনে বিক্ষোভ দেখান তাঁরা ৷
ইছাপুর রাইফেল ও মেটাল ফ্যাক্টরিতে অনির্দিষ্টকাল ধর্মঘটে শ্রমিকরা - Agitation against NDA Government's Decision
অনির্দিষ্টকালের শ্রমিক ধর্মঘট ইছাপুর রাইফেল ও মেটাল ফ্যাক্টরিতে ৷
প্রতিরক্ষায় বেসরকারিকরণ ও কর্মী ছাঁটাইয়ের বিরুদ্ধে দেশজুড়ে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিক সংগঠনগুলি । সেই কর্মসূচিতেই ইছাপুর রাইফেল ফ্যাক্টরির সামনে বিক্ষোভে সামিল হন কয়েকশো কর্মী । বিক্ষোভরত বাম ও কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা কাজে যোগ দিতে আসা অন্য কর্মীদের কারখানার ভিতরে ঢুকতে বাধা দেয় বলে অভিযোগ ৷ সেই সময় ভারতীয় মজদুর সংঘের কর্মী-সমর্থকদের সঙ্গে বচসাও হয় । তবে ঘটনাস্থানে আগে থেকেই মোতায়েন ছিল পুলিশ। তারাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিক্ষোভকারীদের বক্তব্য, ''দু-একটি বহুজাতিক বেসরকারি সংস্থার স্বার্থরক্ষা করতে কেন্দ্রীয় সরকার বেসরকারিকরণ করছে। এর ফলে দেশের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে । প্রতিরক্ষা মন্ত্রকের গোপনীয়তা নষ্ট হয়ে যাবে । দেশ এক সংকটজনক পরিস্থিতির শিকার হবে । এছাড়াও বেসরকারিকরণ হলে কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা রয়েছে। '' এই ইশুতেই দেশজুড়ে সব প্রতিরক্ষা দপ্তর ও কারখানায় অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট, বিক্ষোভ ও আন্দোলন কর্মসূচি পালন করছে AITUC, CITU, INTUC, INTTUC-সহ 56টি শ্রমিক সংগঠন ।