পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ফের রাজৌরিতে গুলি পাকিস্তান সেনার, যোগ্য জবাব ভারতের - রাজৌরি

সোমবার রাত 9টা 15 নাগাদ কোনওরকম উস্কানি ছাড়াই সংঘর্ষবিরতি লঙ্ঘন করে পাক সেনা।

Ceasefire violations
রাজৌরি

By

Published : Sep 1, 2020, 12:11 PM IST

জম্মু, 1 সেপ্টেম্বর: রাজৌরিতে ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন করে গুলি চালাল পাকিস্তান সেনা । ভারতীয় সেনাও যথাযথ জবাব দিয়েছে ।

সোমবার রাত 9টা 15 নাগাদ কোনওরকম উস্কানি ছাড়াই সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান সেনা। LOC-এর নওসেরা সেক্টরে আচমকা গুলি বর্ষণ শুরু করে তারা । মর্টারও ব্যবহার করা হয় পাক বাহিনী।

এর আগে রবিবার জম্মু-কাশ্মীরের রাজৌরির নওসেরা সেক্টরে এক সেনা আধিকারিকেরও মৃত্যু হয় পাকিস্তান সেনার গুলিতে । ওই আধিকারিকের বাড়ি পাঞ্জাবের অমৃতসরে।

ABOUT THE AUTHOR

...view details