পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আরা ও কেরাম, ঝাড়খণ্ডের 2 গ্রামের লক্ষ্য প্লাস্টিক বর্জ্য থেকে মুক্তি

সাফল্যের সঙ্গে জল সংরক্ষণের পর এখন ঝাড়খণ্ডের আরা-কেরামের লক্ষ্য প্লাস্টিকমুক্ত গ্রাম গড়া ৷ অভিযান শুরু হয়েছে প্রায় এক বছর আগে ৷ নিয়ম অমান্য করে গ্রামে কেউ পলিব্যাগ ব্যবহার করলে প্রথমবার 150 টাকা এবং একই অপরাধের জন্য পরের বার 500 টাকা পর্যন্ত জরিমানা করা হয় ৷ পঞ্চায়েত সদস্যরা সারা গ্রামে নজরদারি চালান ৷ গ্রামবাসীরাও পঞ্চায়েতের এই উদ্যোগকে সমর্থন জানিয়েছেন ৷ তাঁরাও এখন বাজারে গেলে কাপড়ের তৈরি ব্যাগ সঙ্গে করে নিয়ে যান ৷

After water conservation, these J'khand villages aim to go plastic-free
আরা কেরাম

By

Published : Jan 17, 2020, 10:15 AM IST

রাঁচি (ঝাড়খণ্ড), 17 জানুয়ারি : আরা এবং কেরাম রাঁচির প্রত্যন্ত এই গ্রাম দু'টিকে প্লাস্টিকমুক্ত করতে সম্প্রতি উদ্যোগ নিয়েছে গ্রাম পঞ্চায়েত ৷ এর আগেও জল সংরক্ষণ এবং ব্যবস্থাপনার ক্ষেত্রে নজির গড়েছিল আরা এবং কেরাম ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গ্রাম পঞ্চায়েতের এই প্রয়াসের প্রশংসাও করেছিলেন ৷ কিন্তু তাতেই থেমে থাকেনি ৷ এখন তাদের লক্ষ্য, গ্রামে সিঙ্গল ইউজ় প্লাস্টিক সামগ্রীর ব্যবহার বন্ধ করা ৷

ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে 25 কিলোমিটার দূরে অবস্থিত গ্রাম দু'টি ৷ পলিব্যাগ ও প্লাস্টিকবর্জ্য মুক্ত করতে গ্রাম পঞ্চায়েতের তরফে চলছে প্রচার অভিযান ৷ পঞ্চায়েত সদস্যরা গ্রামজুড়ে চালাচ্ছেন সচেতনতা অভিযান ৷ নিয়ম অমান্য করলে জরিমানা করা হচ্ছে ৷ গ্রাম প্রধান গোপাল বেদিয়া বলেন, "আমরা অন্যকিছু থেকে অনুপ্রাণিত হইনি ৷ প্রতি বৃহস্পতিবার গ্রাম পঞ্চায়েতের সভা বসে ৷ সেখান গ্রামবাসীদের জীবনধারণের মান আরও কীভাবে উন্নত করা যায় তা নিয়ে আলোচনা করা হয় ৷ এরকমই একটি সভায় ঠিক হয় যে গ্রামকে প্লাস্টিকমুক্ত করতে হবে ৷ কারণ প্লাস্টিক বর্জ্য পরিবেশ, মানুষ ও পশুপাখির জন্য ক্ষতিকর ৷ " তিনি আরও বলেন, "পলিব্যাগ ব্যবহার করে যদি কেউ নিয়ম অমান্য করে তাহলে প্রথমবার 150 টাকা এবং পরে এই একই অপরাধের জন্য 500 টাকা ফাইন করা হয় ৷ "

আরা ও কেরামের লক্ষ্য প্লাস্টিক বর্জ্য থেকে মুক্তি

গ্রাম পঞ্চায়েতের এই উদ্যোগকে সমর্থন করেছেন গ্রামবাসীরা ৷ তাঁরাও ঠিক করেছেন যখনই মুদি দোকান বা বাজারে যাবেন কাপড়ের ব্যাগ সঙ্গে নিয়ে যাবেন ৷ গ্রামের এক বাসিন্দা রাজামণি দেবী বলেন, "আমরা যখন বাজারে যাই কাপড়ের ব্যাগ সঙ্গে নিয়ে যাই ৷ যদি দোকানদার পলিব্যাগ দেয় আমরা তা নিই না ৷ " অপর এক গ্রামবাসী বাবু রাম গোপ বলেন, "আমাদের গ্রামে আপনারা প্লাস্টিক খুঁজে পাবেন না ৷ আমরা জানি একটা নির্দিষ্ট সময়ের পর কাঠ, কাগজ এমনকী লোহার পর্যন্ত ক্ষয় হয় ৷ কিন্তু প্লাস্টিকের কোনও ক্ষয় হয় না ৷ "

প্লাস্টিকমুক্ত দেশ গড়ার জন্য প্রধানমন্ত্রীর আহ্বান জানিয়েছেন ৷ কিন্তু তার অনেক আগেই গ্রামবাসীরা নিজেদের গ্রামকে প্লাস্টিক মুক্ত করতে উদ্যোগী হয়েছিলেন ৷ গত বছর থেকেই শুরু হয়েছিল এই প্রয়াস ৷ এখন লক্ষ্যপূরণের প্রচেষ্টা চলছে ৷

ABOUT THE AUTHOR

...view details