রাঁচি (ঝাড়খণ্ড), 17 জানুয়ারি : আরা এবং কেরাম রাঁচির প্রত্যন্ত এই গ্রাম দু'টিকে প্লাস্টিকমুক্ত করতে সম্প্রতি উদ্যোগ নিয়েছে গ্রাম পঞ্চায়েত ৷ এর আগেও জল সংরক্ষণ এবং ব্যবস্থাপনার ক্ষেত্রে নজির গড়েছিল আরা এবং কেরাম ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গ্রাম পঞ্চায়েতের এই প্রয়াসের প্রশংসাও করেছিলেন ৷ কিন্তু তাতেই থেমে থাকেনি ৷ এখন তাদের লক্ষ্য, গ্রামে সিঙ্গল ইউজ় প্লাস্টিক সামগ্রীর ব্যবহার বন্ধ করা ৷
ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে 25 কিলোমিটার দূরে অবস্থিত গ্রাম দু'টি ৷ পলিব্যাগ ও প্লাস্টিকবর্জ্য মুক্ত করতে গ্রাম পঞ্চায়েতের তরফে চলছে প্রচার অভিযান ৷ পঞ্চায়েত সদস্যরা গ্রামজুড়ে চালাচ্ছেন সচেতনতা অভিযান ৷ নিয়ম অমান্য করলে জরিমানা করা হচ্ছে ৷ গ্রাম প্রধান গোপাল বেদিয়া বলেন, "আমরা অন্যকিছু থেকে অনুপ্রাণিত হইনি ৷ প্রতি বৃহস্পতিবার গ্রাম পঞ্চায়েতের সভা বসে ৷ সেখান গ্রামবাসীদের জীবনধারণের মান আরও কীভাবে উন্নত করা যায় তা নিয়ে আলোচনা করা হয় ৷ এরকমই একটি সভায় ঠিক হয় যে গ্রামকে প্লাস্টিকমুক্ত করতে হবে ৷ কারণ প্লাস্টিক বর্জ্য পরিবেশ, মানুষ ও পশুপাখির জন্য ক্ষতিকর ৷ " তিনি আরও বলেন, "পলিব্যাগ ব্যবহার করে যদি কেউ নিয়ম অমান্য করে তাহলে প্রথমবার 150 টাকা এবং পরে এই একই অপরাধের জন্য 500 টাকা ফাইন করা হয় ৷ "