হায়দরাবাদ, 7 জুন : তেলাঙ্গানার মন্ত্রী KT রামা রাওয়ের পদত্যাগ দাবি করল কংগ্রেস । শুক্রবার একটি সংরক্ষিত এলাকায় নিয়ম ভাঙার জন্য তাঁর পদত্যাগের দাবি জানায় তারা ।
গতকাল সংবাদমাধ্যমের সামনে কংগ্রেস সাংসদ আনুমুলা রেভান্থ রেড্ডি বলেছেন, তদন্তের স্বার্থে তাঁর উচিত পদত্যাগ করা । এই রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাওয়ের ছেলে IT ও পৌর প্রশাসন এবং নগরোন্নয়ন বিষয়টি দেখেন । মার্চ মাস নাগাদ জানা যায় মন্ত্রীর একটি 25 একর খামার রয়েছে , যেখানে কোনও নির্মাণের অনুমতি মেলেনি ।