যোধপুর, 4 জানুয়ারি : ফের রাজস্থান । কোটার পর এবার যোধপুর । এক মাসে মৃত্যু 146টি শিশুর । যার মধ্যে 98 জন সদ্যোজাত । গত ডিসেম্বরে রাজস্থানের যোধপুরে এস এন মেডিকেল কলেজে 146টি শিশুর মৃত্যু হয়েছে । এবারও অভিযোগ, সরকারি হাসপাতালের চিকিৎসা পরিকাঠামো বেহাল থাকায় এই ঘটনা ঘটেছে । মুখ্যমন্ত্রী অশোক গেহলটের বাড়ি যোধপুরে । সেখানে এমন ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে ।
এদিকে, কোটার জে কে লোন হাসপাতালে ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 107 । চিকিৎসা চলাকালীন গতকাল মৃত্যু হয় আরও তিনটি শিশুর ৷ তা ছাড়া নতুন বছরের প্রথম দিনেই মৃত্যু হয়েছে তিনজনের ৷ 2 জানুয়ারি মৃত্যু হয়েছে আরও এক শিশুর ৷ গত ছয় বছরে 6 হাজার 649 টি শিশুর মৃত্যু হয়েছে এই হাসপাতালে ৷