দিল্লি, 24 সেপ্টেম্বর : কৃষি বিলের পর এবার শ্রম সংস্কার বিল । ফের কংগ্রেসের নিশানায় কেন্দ্র । একদিকে যখন কৃষি বিলগুলি নিয়ে প্রতিবাদে সরব বিরোধীরা, তখনই গতকাল বিরোধীহীন রাজ্যসভায় পাশ হয়ে যায় শ্রম সংস্কার সংক্রান্ত বিলগুলি । আর এই নিয়েই এবার কংগ্রেস নেতা রাহুল গান্ধি আক্রমণ শানালেন কেন্দ্রের বিরুদ্ধে ।
বর্তমানে য়ে শ্রম আইন চালু আছে, তাতে যে কম্পানিগুলিতে 100 জনের কম কর্মী কাজ করেন, সেই কম্পানিগুলির কর্মী-ছাঁটাই বা ক্লোজ়ারের ক্ষেত্রে সরকারের অনুমতির প্রয়োজন ছিল না । সেই নিয়মেই পরিবর্তন আনা হয়েছে নতুন বিলে । ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস কোড বিল, 2020 অনুযায়ী, 100 জন নয়, 300 জনের কম কর্মী থাকলেই, সেই সব সংস্থাকে কর্মী-ছাঁটাইয়ের ক্ষেত্রে আর সরকারের অনুমতি নিতে হবে না ।
এই নিয়েই রাহুল-প্রিয়ঙ্কা দু'জনেই সরকারের তুমুল সমালোচনা করেছেন টুইটারে । রাহুল গান্ধি লিখেছেন, “কৃষকদের পর এবার শ্রমিকদের নিশানায় নেওয়া হয়েছে । দরিদ্রদের শোষণ করা হচ্ছে । স্বজনপোষণ করা হচ্ছে । এটাই নরেন্দ্র মোদির শাসন ।”
কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধিও হিন্দিতে টুইট করেছেন শ্রম বিলের বিরোধিতা করে । এই সময়ে প্রত্য়েক নাগরিকের জীবন জীবিকা যাতে সুরক্ষিত থাকে তার ব্যবস্থা করাটা আগে জরুরি, কিন্তু সরকারের কাছে অন্য কিছু বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন প্রিয়ঙ্কা ।