দেহরাদুন (উত্তরাখণ্ড), 2 এপ্রিল : দেশের প্রথম মহিলা IPS অফিসার হিসেবে দক্ষিণ মেরু জয় করেছেন তিনি। IPS অফিসার অপর্ণা কুমারের লক্ষ্য এবার উত্তর মেরু জয়। তিনি DIG এবং ইন্দো-টিবেটিয়ান বর্ডার পুলিশে (ITBP) কর্মরত। 4 এপ্রিল নরওয়ের ওসলো থেকে ফের শুরু করবেন অভিযান।
IPS অপর্ণার এবার লক্ষ্য উত্তর মেরু - ITBP
দেশের প্রথম মহিলা IPS অফিসার হিসেবে দক্ষিণ মেরু জয় করেছেন। দেহরাদুনে ITBP-র নর্দান ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারে কর্মরত অপর্ণা কুমারের এবার লক্ষ্য উত্তর মেরু জয়।
IPS অপর্ণা কুমার
চলতি বছরের 13 জানুয়ারি দক্ষিণ মেরু জয় করেন অপর্ণা কুমার। 35 কেজি ওজনের মালপত্র নিয়ে দীর্ঘপথ পাড়ি দিয়েছিলেন। 111 কিলোমিটার বরফে ঢাকা বন্ধুর পথ হেঁটে 13 জানুয়ারি দক্ষিণ মেরু পৌঁছান তিনি। দক্ষিণ মেরুর বুকে তেরঙা ও ITBP-র পতাকা উত্তোলন করেন।
অপর্ণা কুমার 2002 ব্যাচের IPS অফিসার। তিনি দেহরাদুনে ITBP-র নর্দান ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারে কর্মরত।
Last Updated : Apr 2, 2019, 6:24 PM IST