শ্রীনগর, ২৭ ফেব্রুয়ারি : ভারতীয় বায়ুসেনার অভিযানের পর গতকাল থেকে একাধিকবার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। জম্মু-কাশ্মীরের আখনুর, নৌসেরা সেক্টর লক্ষ্য করে মর্টার শেল ছোড়ে তারা। চালায় গুলিও। তার জেরে এই নিয়ন্ত্রণরেখার পাঁচ কিলোমিটারের মধ্যে সমস্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি স্কুলগুলির পরীক্ষাও পিছিয়ে দেওয়া হয়েছে। যদিও পাকিস্তানি সেনাকে জবাব দিচ্ছে ভারত। ভারতীয় সেনার এক মুখপাত্র জানান, পাকিস্তানকে যোগ্য দেওয়া হয়েছে। তাদের পাঁচটি পোস্ট ধ্বংস করেছে ভারতীয় জওয়ানরা।
পাকিস্তানের সংঘর্ষবিরতি লঙ্ঘন; জম্মু-কাশ্মীরে বন্ধ সীমান্ত লাগোয়া স্কুল - Balakot Strike
গতকাল ভোররাতে জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের বেশ কয়েকটি ঘাঁটি উড়িয়ে দেয় ভারতীয় বায়ুসেনা। ভারতের উপর পালটা আক্রমণের হুঁশিয়ারি দেয় পাকিস্তান। এরপর একাধিকবার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। তার জেরে এই নিয়ন্ত্রণরেখার পাঁচ কিলোমিটারের মধ্যে সমস্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
গতকাল ভোররাতে জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের বেশ কয়েকটি ঘাঁটি উড়িয়ে দেয় ভারতীয় বায়ুসেনা। ভারতের উপর পালটা আক্রমণের হুঁশিয়ারি দেয় পাকিস্তান। এরপর পাকিস্তানি সেনা ভারতীয় পোস্ট লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার বালাকোট, খারি কারমারা, মানকোট, তারকুণ্ডি, রাজৌরির কালাল, বাবা খোরি, কালসিয়ান, লাম ও ঝাঙ্গারসহ ১২-১৫টি জায়গাকে লক্ষ্য করে মর্টার শেল ছুঁড়তে শুরু করে।
প্রসঙ্গত, ২০০৩ সালে সংঘর্ষবিরতি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর থেকে ৩০০০-এরও বেশিবার পাকিস্তান তা লঙ্ঘন করেছে। এর জেরে শহিদ হয়েছেন বহু ভারতীয় জওয়ান।