দিল্লি, 11 ফেব্রুয়ারি : দিল্লি নির্বাচনে বিপুল ভোটে জয়ী আম আদমি পার্টি । গতবারের থেকে কয়েকটি বেশি আসন জিতলেও BJP-র 48টি আসন জেতার যে আশা মনোজ তিওয়ারি করেছিলেন তা ফলপ্রসূ হল না । আশাভঙ্গ হলেও শাহিনবাগ ইশুতে BJP-র অবস্থান একই থাকছে ৷ তাঁরা নিজেদের অবস্থান থেকে সরছেন না ৷ সাফ জানিয়েছেন দিল্লি BJP-র সভাপতি মনোজ তিওয়ারি ৷ শাহিনবাগ নিয়ে তাঁর মন্তব্য, "আমরা কখনওই চাইনি একটা রাস্তা 60দিন ধরে আটক থাকুক । আমরা গতকালও তার প্রতিবাদ করেছিলাম । আজও প্রতিবাদ করছি ।"
জয়ের জন্য কেজরিওয়ালকে শুভেচ্ছাও জানান মনোজ । ফল প্রকাশ্যে আসার পর বলেন, "দিল্লির প্রত্যেক ভোটারকে ধন্যবাদ । প্রত্যেক দলকর্মীকে ধন্যবাদ তাঁরা কঠোর পরিশ্রম করেছেন । আমরা জনতার রায়কে সমর্থন করি ।" কেজরিওয়ালকে শুভেচ্ছা জানিয়ে মনোজ তিওয়ারি টুইট করেন । লেখেন, " অরবিন্দ কেজরিওয়াল আপনাকে শুভেচ্ছা জানাই । "
70 বিধানসভা আসনে আম আদমি পার্টির খাতায় 62টি, BJP পেয়েছে 8টি আসন ৷ গতবারের তুলনায় BJP-র আসন সংখ্যা বেড়েছে ৷ স্বাভাবিকভাবেই শতকরার হিসেবেও বেশ কিছুটা এগিয়েছে তারা ৷ গতবার প্রাপ্ত ভোটের নিরিখে গেরুয়া শিবিরের শতকরা হার ছিল 32.3 শতাংশ ৷ এবারে তা বেড়ে 40 শতাংশ হয়েছে ৷ কিন্তু, আসন সংখ্যা বা ভোটের হারে পরিবর্তন কার্যত স্থিমিত AAP-র ফলাফলের সামনে ৷
প্রসঙ্গত, ভোটের আগে মনোজ তিওয়ারি দাবি করেছিলেন, তাঁর দল দিল্লি নির্বাচনে 48টি আসন জিতবে । সাধারণ মানুষকে সেই টুইটটি সেভ করে রাখতেও বলেছিলেন তিনি । আজ সকালে দিল্লির BJP সভাপতি আবার বলেন, BJP যদি 55টির বেশি আসন জেতে, তবে তিনি আশ্চর্য হবেন না । ফলাফল সামনে আসার পর আজ তাঁকে সাংবাদিকরা প্রশ্ন করেন ৷ বলেন, "আমরা আপনার টুইটটি সেভ করেছিলাম, এবার কি তা ডিলিট করব?" উত্তরে মনোজ বলেন, "BJP-র রাজ্য সভাপতি হয়ে আমি বড়জোর বলতে পারি আমরা হারছি । আমরা অভ্যন্তরীণ সমীক্ষা করেছিলাম । আমি 48টি বিধানসভার প্রেক্ষিতে একটি ধারনা করেছিলাম । আমি ভুল ভেবেছিলাম, মানুষ পরিবর্তনের জন্য ভোট দেবেন । আপনারা আমার টুইটটি সেভ করেছিলেন, আপনারা টুইটটি রাখুন ।"
BJP-র এই 8টি আসন জেতা এবং দিল্লিতে ফের কেজরিওয়ালের বিপুল জয় প্রসঙ্গে মনোজ তিওয়ারি বলেন, "আমরা হারের কারণ খতিয়ে দেখব । আমার মনে হয় ভবিষ্যতে আরও বেশি কাজ করব আমরা ।"