পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ক্লাস ফাইভ পর্যন্ত মাতৃভাষায় শিক্ষাদান : একনজরে নয়া শিক্ষানীতি - 34 বছর পর শিক্ষানীতিতে পরিবর্ত

34 বছর পর এই প্রথম শিক্ষানীতিতে পরিবর্তন হল বলে আজ সাংবাদিক বৈঠকে জানান কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাওড়েকর ৷

Prakash Javadekar
প্রকাশ জাভড়েকর

By

Published : Jul 29, 2020, 4:59 PM IST

Updated : Jul 29, 2020, 9:04 PM IST

দিল্লি, 29 জুলাই : নতুন শিক্ষানীতিতে অনুমোদন দিল নরেন্দ্র মোদির মন্ত্রিসভা ৷ 34 বছর পর এই প্রথম শিক্ষানীতিতে পরিবর্তন হল বলে আজ সাংবাদিক বৈঠকে জানান কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাওড়েকর ৷

আজ শিক্ষানীতিতে পরিবর্তন আনার পাশাপাশি মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের নাম পরিবর্তন করে শিক্ষামন্ত্রক করা হয় ৷ উচ্চশিক্ষা সচিব অমিত খারে জানান, এই শিক্ষানীতি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে ৷ উচ্চ শিক্ষাক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে ৷

উচ্চশিক্ষায় যে পরিবর্তনগুলি করা হয়েছে-

  • এখনও যারা উচ্চশিক্ষার অন্তর্ভুক্ত হয়নি তাদের 50 শতাংশকে 2035-এর মধ্যে নথিভুক্তকরণের চেষ্টা ৷ পাশাপাশি প্রত্যেকের সার্বিক ও বহুমাত্রিক শিক্ষা নিশ্চিত করা হবে ৷
  • স্নাতক স্তরের সময়কাল হবে 3-4 বছর ৷ স্নাতকোত্তর স্তরের সময়কাল হবে 1-2 বছর ৷ স্নাতক ও স্নাতকোত্তরস্তর মিলিয়ে এখন থেকে 5 বছরের কোর্স হবে ৷ তবে, সেক্ষেত্রে মাল্টিপাল এনট্রি বা এগজ়িটের ব্যবস্থা থাকবে ৷ অর্থাৎ আগে টানা তিন বছরে যে স্নাতকস্তরের কোর্স সম্পন্ন করার বিধিনিষেধ ছিল তা আর থাকছে না ৷ এক জন পড়ুয়া এই তিন বছরের কোর্সের মধ্যে একাধিকবার বিরতি নিতে পারে ৷
  • ছাত্রদের জন্য ক্রেডিট ট্রান্সফার অ্যান্ড অ্যাকাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিটসের চিন্তাভাবনা ৷ যার ফলে খুব সহজে পডু়য়ারা বিষয় পরিবর্তন করতে পারবে ৷
  • স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পরই এবার PhD কোর্সে ভরতি হওয়া যাবে ৷ কারণ এখন থেকে তুলে দেওয়া হচ্ছে M.Phil ৷
  • আইন ও মেডিকেল কলেজগুলি ছাড়া সমস্ত উচ্চশিক্ষার ইন্সটিটিউশনগুলিতে একজন রেগুলেটর থাকবেন ৷
  • প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় ও কলেজে একটি সাধারণ প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে ৷ আর তার দায়িত্বে থাকবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) ৷

প্রাথমিক শিক্ষার ক্ষেত্রেও একাধিক পরিবর্তন আনা হয়েছে ৷ মানবসম্পদ সচিব অনিতা খারওয়াল আজ প্রাথমিক শিক্ষায় পরিবর্তনগুলির উল্লেখ করেন ৷

প্রাথমিক শিক্ষায় যে পরিবর্তনগুলি আনা হয়েছে-

  • বোর্ডের পরীক্ষার গুরুত্ব কমানো হবে ৷
  • ক্লাস ইলেভেন ও টুয়েলভে আলাদা করে কলা ও বিজ্ঞান বিভাগ থাকবে না ৷
  • ক্লাস ইলেভেন ও টুয়েলভে মোট 8 টি সেমেস্টারে হবে ৷
  • ক্লাসের পরীক্ষা ও জ্ঞান প্রয়োগের উপর গুরুত্ব আরোপ করা হবে ৷
  • ক্লাস ফাইভ পর্যন্ত মাতৃভাষা বা আঞ্চলিক ভাষায় পড়াশোনার সুযোগ থাকবে ৷
  • স্কুলে মূল বিষয়গুলির উপর জোর দেওয়া হবে ৷
  • ক্লাস সিক্স থেকে পেশাগত শিক্ষাকে অন্তর্ভুক্ত করা হবে ৷

1986 সালে ভারতে শিক্ষানীতি তৈরি হয়েছিল ৷ তারপর 1992 সালে এই শিক্ষানীতির পর্যালোচনা করা হয় ৷ তারপর থেকে আর কোনওরকম পর্যালোচনা বা পরিবর্তন করা হয়নি এই শিক্ষানীতিতে ৷ এরপর আজ নতুন শিক্ষানীতিতে অনুমোদন দেওয়া হল ৷

Last Updated : Jul 29, 2020, 9:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details