দিল্লি, 28 জুন : টানা 21 দিন পেট্রল ও ডিজ়েলের দাম ঊর্ধ্বমুখী ছিল । আজ সেই গতিতে ছেদ পড়ল । রাজধানী দিল্লিতে পেট্রলের মূল্য 80.38 টাকা প্রতি লিটার । অন্যদিকে ডিজ়েলের মূল্য 80.40 টাকা প্রতি লিটার । গতকাল পর্যন্ত পেট্রলের দাম 0.25 পয়সা প্রতি লিটার এবং ডিজ়েলের দাম 21 পয়সা প্রতি লিটার বৃদ্ধি হয়েছিল ।
টানা 21 দিন পর দাম বাড়ল না পেট্রল-ডিজ়েলের - পেট্রোল ও ডিজ়েলের দাম বৃদ্ধি
টানা 21 দিন ধরে পেট্রল ও ডিজ়েলের দাম বেড়েছে । আজ জ্বালানি তেলের কোনও মূল্যবৃদ্ধি হয়নি ।
দিল্লির পাশাপাশি সারা দেশের বিভিন্ন শহরে কমবেশি দাম বেড়েছে জ্বালানি তেলের । 82 দিন ধরে চলা লকডাউন শিথিল হতে জুনের 7 তারিখ থেকে পেট্রল-ডিজ়েলের দাম বাড়তে শুরু করে । তেল উৎপাদনকারী সংস্থাগুলি মূল্যবৃদ্ধির সঙ্গে খুচরো মূল্য নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে গেছে ।
পেট্রল ও ডিজ়েলের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় কেন্দ্রকে নিশানা করে কংগ্রেস । জ্বালানি তেলের দাম বৃদ্ধিকে কেন্দ্রীয় সরকারের 'বিবেচনাহীন' এবং ‘অনুচিত’ কাজ বলে কংগ্রেসের তরফে উল্লেখ করা হয় । এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লেখেন সোনিয়া গান্ধি । তেলের দাম কমিয়ে সাধারণ মানুষের সুবিধার দিকটি দেখার আরজি জানান । লকডাউনের আগে দিল্লিতে পেট্রল 69.60 টাকা এবং ডিজ়েল 62.30 টাকা প্রতি লিটার ছিল ।