পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

"চাকরি কোথায়" প্রশ্ন শুনলেই মোদি পুলওয়ামার উদাহরণ দেন : শত্রুঘ্ন - modi

BJP-র সঙ্গে সংযোগ ছিন্ন করে সঠিক কাজ করেছেন বলে মত অধুনা কংগ্রেস নেতা শত্রুঘ্ন সিনহার । লালকৃষ্ণ আদবানিজি তাঁকে আশীর্বাদ করেছেন বলেও জানান শত্রুঘ্ন সিনহা ।

শত্রুঘ্ন সিনহা

By

Published : May 15, 2019, 9:49 AM IST

পটনা, 15 মে : "BJP-র সঙ্গে সংযোগ ছিন্ন করে সঠিক কাজ করেছি ।" বললেন শত্রুঘ্ন সিনহা । সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অধুনা কংগ্রেস নেতা বলেন, "আমি সঠিক পথই বেছে নিয়েছি । স্বয়ং লালকৃষ্ণ আদবানিজি আমাকে আশীর্বাদ করেছেন । দল ছাড়ার কথা যখন ওঁকে বললাম, উনি কেঁদে ফেলেছিলেন । আমাকে আটকাননি । শুধু বলেছিলেন, "ওকে । আমার আশীর্বাদ রইল ।"

অটল বিহারী বাজপেয়ির আমলে BJP-তে যোগ দিয়েছিলেন শত্রুঘ্ন । সেই দিনগুলোর সঙ্গে বর্তমান সময়ের পার্থক্য চোখে আঙুল দিয়ে দেখালেন শত্রুঘ্ন । বললেন, "তখন ছিল গণতন্ত্র । আর এখন একনায়কতন্ত্র । এখন তো বর্ষীয়ানদেরই শ্রদ্ধা করা হয় না ।"

লালকৃষ্ণ আদবানি BJP-র প্রতিষ্ঠাতা-সদস্য । বয়সের 'অজুহাতে' এবার তাঁকে নির্বাচনের টিকিট দেয়নি BJP । তাঁর জায়গায় গান্ধিনগর আসন থেকে লড়ছেন অমিত শাহ । যা নিয়ে যারপরনাই ক্ষুব্ধ শত্রুঘ্ন ।

নরেন্দ্র মোদি-অমিত শাহর সঙ্গে প্রথম থেকেই বনিবনি ছিল না শত্রুঘ্নর । তিনি গত 2 বছরে একাধিকবার মোদিকে খোঁচা দিয়েছেন । এবারও রেয়াত করলেন না । বললেন, "উনি কাজের কাজ না করে শুধু বড় বড় কথা বলেন । যখনই কেউ চাকরি নিয়ে প্রশ্ন করে, উনি পুলওয়ামার কথা বলেন । মানুষের প্রশ্নের জবাব দেন না কেন ?"

নরেন্দ্র মোদি 23 মে-র পর প্রধানমন্ত্রী থাকবেন না বলেও দাবি করেন শত্রুঘ্ন । বলেন, "মমতা ব্যানার্জি আগেই বলে দিয়েছেন ওঁর এক্সপায়ারি ডেট পার হয়ে গেছে । আমিও তাই বলছি । উনি আগে বলেছিলেন, আমি ঝোলা নিয়ে এসেছি, চলে যাব । সেই সময় এসে গেছে ।"

ABOUT THE AUTHOR

...view details