দিল্লি, ৫ মার্চ : BJP-তে যোগ দিলেন বৈজয়ন্ত জয় পান্ডা। গতবছর তিনি বিজু জনতা দল (BJD) ছাড়েন। BJP-তে যোগদানের পর জয় বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও দলীয় সভাপতি অমিত শাহর নেতৃত্বকে শ্রদ্ধা করি।"
গতবছর মে মাসে BJD ছাড়েন জয়। চারবারের সাংসদের সঙ্গে মতের মিল হচ্ছিল না BJD প্রধান নবীন পটনায়েকের। যদিও একসময় নবীনের কাছের মানুষ হিসেবেই পরিচিত ছিলেন। পরে তাঁকে ষড়যন্ত্র করে সরিয়ে দেওয়া হয় বলে মন্তব্য করেছিলেন জয়। অভিযোগ এনেছিলেন, দলেরই অন্য গোষ্ঠীর বিরুদ্ধে। এদিকে, BJP-তে যোগ দেওয়ার পর জয় বলেন, "আমি মনে করি, প্রধানমন্ত্রী ও অমিত শাহর নেতৃত্বদান দেশের জন্য গুরুত্বপূর্ণ। তাঁরা সঠিক পথেই দেশকে চালনা করবেন।"