পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

"কথা কম, কাজ বেশি", সেনাপ্রধানকে "পরামর্শ" অধীরের - অধীররঞ্জন চৌধুরি

1994 সালে সংসদে জম্মু-কাশ্মীর নিয়ে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাশ হয় ৷ সেখানে বলা হয়, জম্মু-কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ ৷ সেই প্রস্তবের প্রসঙ্গ তুলে সেনাপ্রধানের উদ্দেশে অধীরের টুইট, "পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অভিযান চালাতে আপনি যদি এত উৎগ্রীব হন, আমার পরামর্শ CDS এবং PMOIndia-র সঙ্গে আলোচনা করুন ৷ কথা কম, কাজ বেশি ৷ "

Army Chief General Manoj Mukund Naravane
নোজ মুকুন্দ নারাভানে

By

Published : Jan 12, 2020, 9:30 PM IST

দিল্লি, 12 জানুয়ারি : "কথা কম, কাজ বেশি" ৷ সেনাপ্রধানকে উদ্দেশ্য করে টুইট কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরির ৷ গতকাল সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে বলেছিলেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অভিযান চালাতে প্রস্তুত ভারতীয় সেনা ৷ কেন্দ্রের নির্দেশ মিললে অভিযানে বাধা নেই ৷ তারপরই আজ এই টুইট করেন লোকসভায় কংগ্রেসের দলনেতা ৷

1994 সালে সংসদে জম্মু-কাশ্মীর নিয়ে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাশ হয় ৷ সেখানে বলা হয়, জম্মু-কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ ৷ পাকিস্তানের উচিত অধিকৃত এলাকা থেকে নিজেদের বাহিনী সরিয়ে নেওয়া ৷ সেই প্রস্তবের প্রসঙ্গ তুলে সেনাপ্রধানের উদ্দেশে অধীরবাবুর টুইট, "পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অভিযান চালাতে আপনি যদি এত উৎগ্রীব হন, আমার পরামর্শ CDS এবং PMOIndia-র সঙ্গে আলোচনা করুন ৷ কথা কম, কাজ বেশি ৷ "

গত মাসে লেফটেন্যান্ট জেনেরাল মনোজ মুকুন্দ নারাভানে সামরিক বাহিনীর প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন ৷ দায়িত্ব নেওয়ার পরই নাম না করে কড়া ভাষায় প্রতিবেশী রাষ্ট্রের সমালোচনা করেন ৷ বলেন, প্রতিবেশী দেশ রাষ্ট্রনীতি হিসেবে সন্ত্রাসকে ব্যবহার করে চলেছে ৷ তাঁর কথায়, ''সারা বিশ্বের বহু দেশ সন্ত্রাসের শিকার ৷ সাজানো যুদ্ধ চালিয়ে যেতে সন্ত্রাসকে হাতিয়ার করছে প্রতিবেশী রাষ্ট্র ৷ তবে সবসময় মানুষকে বোকা বানানো যায় না ৷ '' 370 ধারা প্রত্যাহারের পর উপত্যকার উন্নতি হয়েছে বলেও মন্তব্য করেন ৷

ABOUT THE AUTHOR

...view details