দিল্লি, 3 মার্চ : প্রকৃত ঘটনা থেকে মানুষের নজর সরানোর জন্যই সোশাল মিডিয়া ছেড়ে দেওয়ার কথা ছড়াচ্ছেন প্রধানমন্ত্রী ৷ গতকাল এমন অভিযোগই তুললেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরি ৷ গতকালই নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করে দেবেন বলে জানিয়েছিলেন নরেন্দ্র মোদি ৷ প্রধানমন্ত্রীর সেই মন্তব্যের প্রেক্ষিতেই এমন অভিযোগ করলেন অধীরবাবু ৷
টুইটারে অধীররঞ্জন চৌধুরি লেখেন, "মোদিজির সোশাল মিডিয়া ছেড়ে যাওয়াটা আদতে দেশের জ্বলন্ত ইশুগুলি থেকে মানুষের নজর সরানোর চেষ্টা ৷"