পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

অভিনন্দনের গোঁফকে 'জাতীয় গোঁফ' ঘোষণা করা হোক, দাবি অধীরের - adhir ranjan chowdhury

লোকসভায় আজ অধীরবাবু পাকিস্তানের বালাকোটে বায়ুসেনার হামলার প্রশংসা করেন । পাশাপাশি বায়ুসেনার পাইলট অভিনন্দন বর্তমানের গোঁফকে 'জাতীয় গোঁফ' হিসাবে ঘোষণার দাবি তোলেন তিনি ।

অভিনন্দনের গোঁফকে 'জাতীয় গোঁফ' ঘোষণা করা হোক, দাবি অধীরের

By

Published : Jun 24, 2019, 6:29 PM IST

দিল্লি, 24 জুন : উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে পুরস্কৃত করার জন্য নরেন্দ্র মোদির কাছে আর্জি জানালেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরি । লোকসভায় আজ অধীরবাবু পাকিস্তানের বালাকোটে বায়ুসেনার হামলার প্রশংসা করেন । পাশাপাশি বায়ুসেনার পাইলট অভিনন্দন বর্তমানের গোঁফকে 'জাতীয় গোঁফ' হিসাবে ঘোষণার দাবি তোলেন তিনি । তাঁর মতে এতে দেশের তরুণ সমাজ উদ্বুদ্ধ হবে ।

26 ফেব্রুয়ারি বালাকোটে অভিযান চালায় ভারতীয় বায়ুসেনা। 27 ফেব্রুয়ারি পাকিস্তানের F-16 বিমান ধ্বংস করেন অভিনন্দন । কিন্তু তাঁর নিজের বিমানটি ক্ষতিগ্রস্ত হওয়ায় তিনি পাকিস্তানে প্যারাসুটে নামতে বাধ্য হন । পাকিস্তান সেনা অভিনন্দনকে নিজেদের হেপাজতে নেয়। তবে পরে কূটনৈতিক চাপে অভিনন্দনকে 1 মার্চ রাতে দেশে ফেরাতে বাধ্য হয় পাকিস্তান ।

তবে বালাকোট হামলার প্রশংসা করলেও বিভিন্ন ক্ষেত্রে BJP-র কড়া সমালোচনা শোনা গেছে অধীরবাবুর গলায় । সংসদে তিনি আজ অভিযোগ করেন, BJP 'পলিটিকাল প্লেজিয়ারিজ়ম' করছে । কংগ্রেসের প্রকল্পগুলির নাম পরিবর্তন করে নরেন্দ্র মোদির সরকার সেগুলি নিজেদের নামে চালাচ্ছেন ।

অধীরবাবু আজ অভিযোগ করেন, BJP সরকারের 19টি প্রকল্প কংগ্রেস জামানার । প্রধানমন্ত্রী আবাস যোজনা, জনঔষধি যোজনা, অটল পেনশন যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও, স্বচ্ছ ভারত মিশন, স্কিল ইন্ডিয়া মিশন-সহ একাধিক প্রকল্প কংগ্রেসের জমানায় অন্য নামে চালু ছিল বলে দাবি অধীরবাবুর ।

ABOUT THE AUTHOR

...view details