দিল্লি, 24 জুন : নরেন্দ্র মোদিকে সংসদে স্বামী বিবেকানন্দর সঙ্গে তুলনা করলেন BJP সাংসদ । আর তাতেই মেজাজ হারালেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরি ।
মোদির সঙ্গে বিবেকানন্দর তুলনা শুনে অধীর রেগে যা বললেন - অধীর রঞ্জন চৌধুরি
নরেন্দ্র মোদিকে স্বামী বিবেকানন্দর সঙ্গে তুলনা BJP সাংসদের । পালটা অধীর বলেন, "আমার মনে হয় আপনি আসলে গঙ্গার সঙ্গে নর্দমার তুলনা করছেন ।"
শুরু হয়েছে সংসদের বাজেট অধিবেশন । আজ অধিবেশনে এক BJP সাংসদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বামী বিবেকানন্দর সঙ্গে তুলনা করেন । দু'জনের নামের মিলের সূত্র ধরে ওই সাংসদ এই তুলনা করেন । তুলনা শুনে সংসদে মেজাজ হারান অধীর চৌধুরি । তিনি বলেন, "এই তুলনা বাংলার ভাবাবেগকে আঘাত করে ।" সেই সঙ্গে তিনি বলেন, "আমার মনে হয় আপনি আসলে গঙ্গার সঙ্গে নালির তুলনা করছেন ।"
পরে অবশ্য তিনি সংযত হন এবং তাঁর বক্তব্যে কিছু পরিবর্তন আনেন । লোকসভায় তিনি বলেন, "আমি নালি নামে নর্দমা বলতে চাইনি । আমার হিন্দি দুর্বল । আমি নালি বলতে খাঁড়ি বলতে চেয়েছি । কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে । প্রধানমন্ত্রীকে আমি আঘাত করতে চাইনি । উনি যদি আঘাত পেয়ে থাকেন তাহলে আমি দুঃখিত । যদি প্রধানমন্ত্রী আঘাত পান তাহলে আমি নিজে ওঁর কাছে ক্ষমা চাইব । "